সঞ্চয়ন মিত্র, কলকাতা : শহরের বুকে শীত নামবে নামবে করেও নামছে না । বারবার বাধা পড়ছে কোনও না কোনও কারণে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে আজই গভীর নিম্নচাপ হবে। রবিবার বঙ্গোপসাগরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তার ফলে দেখা দিতে পারে দুর্যোগ। তবে এই ঝড়ের প্রভাব কি আদৌ পড়বে বাংলায় ? কী জানাল আবহাওয়া দফতর?


 ডিসেম্বরের এই ঘূর্ণিঝড়ের নাম হবে মিগজাউম( ‘Michaung’)। মায়ানমারের দেওয়া এই নাম। আগেভাগেই তা নিয়ে সতর্ক আবহাওয়া দফতর। রবিবার থেকে তামিলনাডু অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।এই মুহূর্তে ঘূর্ণিঝড় যেহেতু তৈরিই হয়নি, তাই কোন পথে বা কোথায় ল্যান্ডফল করবে সে বিষয়ে এখনও সুনিশ্চিতভাবে কিছু জানায়নি আবহাওয়া দফতর।


কবে কোথায় ল্যান্ডফল


অন্ধ্রপ্রদেশের তামিলনাড়ু উপকূলে এই ঘূর্ণিঝড় পৌঁছবে সোমবার। তারপর কোন দিকে যায় ঝড় সেদিকেই নজর আবহ বিদদের।
আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী অনুমান, এই ঘূর্ণিঝড় তামিলনাডু উপকূল থেকে ওড়িশা উপকূলের যে কোন জায়গাতেই আঘাত আনতে পারে। 


মৎস্যজীবীদের সতর্কবার্তা


মৎস্যজীবীদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সাগর এলাকায় শুক্রবার ও শনিবার সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।  রবিবার থেকে তামিলনাডু অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


প্রভাব কি আদৌ পড়বে বাংলায় ?


দক্ষিণবঙ্গে শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠছে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরিস্থিতি। শীতের আমেজ থমকে গিয়েছে। মনে করা হচ্ছে, সপ্তাহান্তে আবহাওয়ার বদল ঘটতে পারে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। পুরোপুরি মেঘলা আকাশ। আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে। 


 উত্তরবঙ্গের পরিস্থিতি

উইক-এন্ডে  উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বাকি জেলাতে একই রকম শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন।


কলকাতার আবহাওয়া


কলকাতায় শুক্রবার পরিস্কার আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে। সকাল ও সন্ধ্যা শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে গরম। রবিবার থেকে ফের আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা। কলকাতায় শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।