সঞ্চয়ন মিত্র, কলকাতা : ঘূর্ণিঝড় মিগজাউমের ( Michaung ) অবশিষ্ট অংশ নিম্নচাপ হয়ে নিম্নচাপ হয়ে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে।


দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা


দক্ষিণবঙ্গে পুরোপুরি মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতে। আজ বুধবার ও বৃহস্পতিবার এর মধ্যে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা বাঁকুড়া হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া এবং কলকাতায়। 


এই ঘূর্ণিঝড়ের ফলে শীতের আমেজ থমকে গিয়েছে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে আবহাওয়ার বদল হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার থেকে তাপমাত্রা নামতে পারে। শনিবার থেকে মঙ্গলবার এর মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা।


উত্তরবঙ্গের আবহাওয়া


উত্তরবঙ্গে পার্বত্য এলাকা ছাড়া আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বাকি ওপরের জেলাতে একই রকম পরিবেশ শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন। তবে বিক্ষিপ্তভাবে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা এর প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়।  উত্তরপূর্ব ভারত লাগোয়া জেলাগুলি এবং পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা।


 


বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও                         

কলকাতায় আজও মেঘলা আকাশ। বুধবার ও বৃহস্পতিবার হালকা মাঝারি দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। শীতের আমেজ কমেছে। শুক্রবারের পর এর আবহাওয়ার পরিবর্তন। সকাল সন্ধ্যা শীতের হালকা আমেজ অনেকটাই উধাও। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি বেড়ে গেল। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শীতের আমেজ ফিরতে পারে সপ্তাহের শেষে।                     


 ১৭ মৃত্যু, তছনছ শহর, জলের তলায় ঘর-বাড়ি , কবে মেলাবে মিগজাউম-ক্ষতর দাগ? 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে