নয়াদিল্লি: গত বছরের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তারপর থেকে এখনও পর্যন্ত মাঠের বাইরেই রয়েছেন তারকা ক্রিকেটার। তবে মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন তিনি। প্রতিনিয়তই অল্প অল্প করে মাঠে ফেরার দিকে এগোচ্ছেন পন্থ। সম্প্রতি পন্থ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন, যা দেখে ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) অনুরাগীরা বেশ উচ্ছ্বসিতই হবেন।
পন্থের কড়া জিম সেশন
পন্থের ভয়াবহ দুর্ঘটনার পর একাধিক অস্ত্রোপ্রচার করা হয়। তিনি বহুদিন ধরেই মাঠে ফেরার জন্য রিহ্যাব চালাচ্ছেন। এবার তিনি নিজের জিম সেশনের একটি ভিডিও শেয়ার। সেই সেশনে পন্থকে ভারোত্তলন থেকে সাইকেলিং করতে দেখা যায়। ২৬ বছর বয়সি ভারতীয় তারকার জিমের ভিডিও দেখে বোঝাই যায় যে তিনি আগের থেকে অনেকটা সুস্থ হয়েছেন এবং তাঁর জিমের ওয়ার্কআউটও আরও কড়া হয়েছে। জিম সেশনের ভিডিও শেয়ার করে পন্থ সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'প্রতিটি রেপের সঙ্গে একটু একটু করে ফিরছি।'
তারকা ভারতীয় কিপার-ব্যাটার ঠিক কবে মাঠে ফিরতে পারবেন, সেই নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। পন্থ এই ভয়াবহ দুর্ঘটনার জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, বিশ্বকাপ, এশিয়া কাপ, আইপিএলের মতো বড় বড় টুর্নামেন্ট খেলতে পারেননি। তবে নতুন বছরে ফের একবার তাঁকে মাঠে ভারতীয় জার্সি গায়ে খেলতে দেখা যাবে, সেই আশাতেই রয়েছেন তাঁর অনুরাগীরা। সেই পথেই ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন তিনি।
ছুটি কাটাচ্ছেন শুভমন গিল
৫০ ওভারের বিশ্বকাপ শেষের পর ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেললেও, সেই দলে বিশ্বকাপে ফাইনাল হারা ভারতীয় দলের একগুচ্ছ তারকা অনুপস্থিত ছিলেন। সিরিজ় খেলেননি দলের তরুণ ওপেনার শুভমন গিলও (Shubman Gill)। তিনি আপাতত লন্ডনে ছুটি কাটাতে ব্যস্ত। এই ছুটির মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গিল।
লন্ডনের রাস্তায় ট্রেন্ডি পোশাকে গিলের ছবি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর এড়ায়নি। বন্ধুদের সঙ্গে হাসিমুখে পোজ় দেন গিল। তাঁর পরনে ছিল বাদামি রঙের ট্রেঞ্চ কোট ও নীল জিন্স। গিল অবশ্য নিজের অ্যাকাউন্টে ছবিগুলি শেয়ার করেননি। ছবিগুলি তাঁদের গ্রুপের অংশ রাঘব শর্মা নামে একজন শেয়ার করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: হার্দিকের চোট সারাতে বিশেষ পরিকল্পনা বিসিসিআই-এনসিএর