সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা:  শনিবারই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া অতি গভীর নিম্নচাপ (Depression) রবিবার ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হওয়ার কথা। রবিবার ঘূর্ণিঝড় হলে তার নাম হবে মিগজাউম( ‘Michaung’ pronunciation - Migjaum)। মায়ানমারের দেওয়া এই নাম। 


আপাতত পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ।  ঘূর্ণিঝড় এ পরিণত হলে সেটা সোমবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। এরপর গতিপথ পরিবর্তন করে শুধুই উত্তর দিকে এগোবে ঘূর্ণিঝড়। মঙ্গলবার দুপুর অথবা বিকেলে এই ঘূর্ণিঝড় আঘাত হানবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। 


নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মৎস্যজীবীদের সতর্কবার্তা। তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ উপকূলে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওড়িশা উপকূলে সোম ও মঙ্গলবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।


এদিকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কলকাতা থেকে দক্ষিণ ভারত গামী এবং দক্ষিণ ভারত থেকে কলকাতা গামী একাধিক ট্রেন বাতিল হয়েছে। দক্ষিণ-পূর্ব রেল সুত্রে জানানো হয়েছে শনিবার হাওড়া থেকে চেন্নাই গামী সেন্ট্রাল মেল ট্রেন বাতিল হয়েছে। হাওড়া বেঙ্গালুরু এক্সপ্রেস এবং হাতিয়া বেঙ্গালুরু এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। পূর্ব রেলের তরফেও শনিবার রবিবার সহ আগামী বেশ কয়েকদিনের জন্য নির্ধারিত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে বিভিন্ন স্টেশনে আটকে করেছেন বাঙালি পর্যটক এবং যাত্রীরা।


আরও পড়ুন, চলন্ত ট্রেনেই মালাবদল, সিঁদুরদান, বিয়ে! অকস্মাৎ কাণ্ডে হতবাক যাত্রীরা


দক্ষিণবঙ্গ শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠেছে ঘূর্ণিঝড়। শীতের আমেজ থমকে গিয়েছে। বাড়বে রাতের তাপমাত্রা । সকাল-সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকবে। তবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে।  


এই সাইক্লোনের সরাসরি প্রভাব আমাদের রাজ্যে নেই। এর ফলে উত্তর ও উত্তর পূর্ব ও পূর্ব দিক থেকে বাতাস আসবে । এই হাওয়া দিয়েই আসবে জলীয়বাষ্প এবং মেঘের পরিমাণ অনেকটাই বাড়বে। তাপমাত্রা আরও এক ডিগ্রি বাড়বে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই। ৮ তারিখ পর্যন্ত তাপমাত্রার কোন পরিবর্তন নেই। ৬ এবং ৭ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলের জেলা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা। ৯ তারিখ থেকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং তাপমাত্রাও কমতে শুরু করবে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে