নয়া দিল্লি: প্রেম থেকে বিয়ে, 'প্রথাগত' বলতে যা বোঝায় সেই নীতি ভেঙে সোশালে (Social Media) জনপ্রিয় করতে অনেকেই নানাবিধ কাজ করে থাকে। তবে বিবাহ (Marriage) যাত্রাটিকে স্মরণীয় করে রাখতে অনেকেই তা সুন্দর করে পরিকল্পনা করে নেন। কিন্তু তাই বলে যাত্রা পথেই বিবাহ যাত্রা, এ ঘটনা কার্যত বেনজির!
চলন্ত ট্রেনে মালাবদল-সিঁদুরদান সেরে বিয়ে করে ভাইরাল হলেন এই দম্পতি। যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে দম্পতি ট্রেনে মালা বিনিময় করছে। সেখানেই শেষ নয়, এরপর সিঁদুর দান করে মঙ্গলসূত্রও পরিয়ে দেন যুবক।
এদিকে এই দৃশ্য দেখে ট্রেনে উপস্থিত যাত্রীরা হতবাক হয়ে যান। মালা বিনিময়ের পর আবেগপ্রবণ নববধূকেও বরকে আলিঙ্গন করতে দেখা গেছে। যদিও এই ভিডিও বা ঘটনার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
তবে এই দম্পতিরা ট্রেনে এমন বিয়ে করায় উপস্থিত যাত্রীরা যেমন অবাক হয়েছেন, তেমন শুভেচ্ছাও জানিয়েছেন নবদম্পতিকে। সোশাল মিডিয়া সূত্রে জানা গিয়েছে, বিয়েটি আসানসোল-যশিডি ট্রেনে ঘটেছে। তবে এ বিষয়ে নিশ্চিত তথ্য এবিপি আনন্দ খতিয়ে দেখেনি।
আরও পড়ুন, সাপ মেরে ফেললে কি অন্য সঙ্গী এসে প্রতিশোধ নেয়? এর কি সত্যতা রয়েছে?
সোশাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতে অনেকেই এই ভিডিওর নাম দিয়েছে- ' ওয়েডিং অন হুইলস'। এই ভিডিওটি সোশাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়। একাধিক মন্তব্যও করেছে নেটিজেনরা। একজন লিখেছেন, এটি হল "মাল্টি-পারপাস ইন্ডিয়ান রেলওয়ে"। আরেক জন আবার মজা করে লিখেছেন, 'বাজেট বোধহয় কম ছিল তাই এমন বিয়ে ট্রেনে সেরেছেন, বাজেট বেশি থাকলে আকাশে যাত্রা করতে করতে প্লেনেই সেরে নিতেন।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে