কলকাতা: ঘূর্ণিঝড় 'মোকা' (Cyclone Mocha) নিয়ে সতর্ক উপকূলবর্তী এলাকা। কিন্তু এই মুহূর্তে অতি গভীর নিম্মচাপ কোথায় কী অবস্থায় রয়েছে ?  প্রশ্ন সবার মধ্যেই ঘোরাফেরা করছে। আর এমনই উদ্বেগের মাঝে বড় বার্তা দিল হাওয়া অফিস (Weather Office)।


বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় 'মোকা'


আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় 'মোকা'। আজ রাতের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে অতি গভীর নিম্মচাপ। হাওয়া অফিস জানিয়েছে, দিক পরিবর্তন করে বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে যাবে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। তাই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, বাংলাদেশের কক্সবাজার থেকে ১৪০০ কিমি দূরে অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে। 


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


আরও অন্তত ৩ দিন পুড়বে দক্ষিণবঙ্গ


এদিকে একদিকে যখন বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় 'মোকা', ঠিক তখনই অন্য দরজায় কড়া নাড়ছে তাপপ্রবাহের বার্তা। নেই বৃষ্টি,পুড়ছে বাংলা। আবহাওয়া দফতর জানিয়েছে, আরও অন্তত ৩ দিন পুড়বে দক্ষিণবঙ্গ।উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা কথাও জানানো হয়েছে। তবে মুদ্রার অপরপিঠেই সুখবর উপকূলবর্তী এলাকায়। ঘূর্ণিঝড়ের আশঙ্কার পাশেই শনিবার ও রবিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মূলত ১২-১৩ মে উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 


কত বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'মোকা' ?


ঘূর্ণিঝড়ে পরিণত হবার সময় এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। কিছুটা তামিলনাডু উপকূলের দিকে এগিয়ে একটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। বৃহস্পতিবার ১১ই মে এটি আরো শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে এটি আবার বাঁক নেবে। গতিপথ পরিবর্তন করে এটি ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। আবহবিজ্ঞানীরা জানাচ্ছেন ১৪ই মে সকাল থেকে ১৫ ই মে সকালের মধ্যে এটি বাংলাদেশ অথবা মায়ানমার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। স্থলভাগে প্রবেশ করার সময় এর গতিবেগ হতে পারে ১৫০ কিলোমিটার বা তারও বেশি।