সঞ্চয়ন মিত্র, কলকাতা: আবহাওয়া দফতর সূত্রে খবর, আরও একধাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের পথে এগোল নিম্নচাপ। বঙ্গোপসাগরের নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। আজ বিকেলের মধ্যেই গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিম্নচাপ।


কী থেকে এই ঘূর্ণিঝড়ের নাম ? কারা করেছে নামকরণ ?


ঘূর্ণিঝড়ে পরিণত হলে এই সিস্টেমের নাম হবে 'মোকা।' আরব সাগরের দেশ ইয়েমেনের দেওয়া নাম হল 'মোকা।' আরব সাগরের এই দেশে মোকা কফি বিখ্যাত এবং এই শহরের একটি পুরনো বন্দর হল মোকা। যে বন্দর দিয়ে মোকা কফি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই কফির নাম অনুযায়ী ঘূর্ণিঝড়ের নাম 'মোকা।'


 শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের পথে এগোল নিম্নচাপ


হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামানসাগরে নিম্নচাপ আজ সকালে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এই এলাকাতেই আরও শক্তিশালী হয়ে আজ সন্ধ্যের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। গভীর নিম্নচাপ ক্রমশ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর আন্দামান সাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আজ রাতের মধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এই এলাকাতেই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে বুধবার।


আগামী ৪৮ ঘণ্টায় কোন পথে যাওয়ার সম্ভাবনা রয়েছে ?


ঘূর্ণিঝড়ে পরিণত হবার সময় এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিমদিকে অগ্রসর হবে। কিছুটা তামিলনাডু উপকূলের দিকে এগিয়ে একটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। বৃহস্পতিবার ১১ মে এটি আরও শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে এটি আবার বাঁক নেবে। গতিপথ পরিবর্তন করে এটি ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে।


কী বলছেন আবহবিজ্ঞানীরা ?


আবহবিজ্ঞানীরা জানাচ্ছেন যে, ১৪ মে সকাল থেকে ১৫ মে সকালের মধ্যে এটি বাংলাদেশ অথবা মায়ানমার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। স্থলভাগে প্রবেশ করার সময় এর গতিবেগ হতে পারে ১৫০ কিলোমিটার বা তারও বেশি। আবহাওয়াবিদদের অনুমান সঠিক হলে, ঘূর্ণিঝড় মোকার উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করার সম্ভাবনা অনেকটাই কম।


 আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 


শেষপর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে এই সিস্টেম প্রবেশ না করলে পশ্চিমবঙ্গ উপকূলে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি ও সামান্য ঝোড়ো বাতাস ছাড়া আর কোনও প্রভাব সেভাবে পড়বে না বলেই অনুমান আবহাওয়াবিদদের। ঘূর্ণিঝড় মোকা কতটা এলাকা নিয়ে বিস্তৃত হয় বা কতটা সময় নিয়ে শক্তিশালী হয় ? তার ওপরই এখন নির্ভর করছে আমাদের রাজ্যের উপকূলে কতটা প্রভাব পড়বে।