সঞ্চয়ন মিত্র, কলকাতা: প্রবল তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যে অবশেষে কি স্বস্তি মিলতে চলেছে রাজ্যে? অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। 


আবহাওয়া দফতরের পূর্বাভাস,শনি ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকেই সামান্য কমতে পারে রাজ্যের তাপমাত্রা।


তবে এই স্বস্তি যে বেশিদিন থাকবে না তাও জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের শুরুতে ফের বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। 


এখন কোথায় ঘূর্ণিঝড়?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ রাতেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'মোকা'। আগামীকাল সন্ধেয় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে 'মোকা'। এই মূহূর্তে পোর্টব্লেয়ার থেকে ৫১০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। বাংলাদেশের কক্সবাজার থেকে দূরত্ব ১ হাজার ১১০ কিমি। মায়ানমার থেকে ১১২০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় মোকা। রবিবার দুপুরে বাংলাদেশ-মায়ানমার উপকূলে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১৬৫ কিমি।


 



ঘূর্ণিঝড় মোকা-র পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। আগামী কয়েকদিন গরম বাড়বে। আজ বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈর হবে। উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা। শুক্র-রবিবার পর্যন্ত বাংলার মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। 


এর আগের বছরগুলিতে মে মাসে বারবার আশঙ্কা তৈরি করেছে বিভিন্ন সাইক্লোন। কোনওটা বাংলায় এসে আঘাত হেনেছে। তছনছ করেছে উপকূল এলাকা। আবার কোনওটা সরে গিয়েছে অন্যদিকে। এবারও আবহাওয়া দফতরের যা পূর্বাভাস, তাতে বাংলাদেশের দিকেই সরে যাবে ঘূর্ণিঝড় মোকা। কিন্তু তার জন্য সামান্য বৃষ্টি কি পাবে গরমে অতিষ্ঠ বাংলা? আশায় বঙ্গবাসী।


আরও পড়ুন: খাওয়ার আগে ভিজিয়ে রাখেন? কোন কোন খাবারে এমন করতেই হবে?