নয়াদিল্লি: দুনিয়ায় আজব ঘটনার তো বিশেষ অভাব এমনিই হয় না। তার মধ্যে অন্যতম, অনেক পুরনো জিনিস যখন বিক্রির জন্য বিভিন্ন শপিং প্ল্যাটফর্মে (shopping platform) আপলোড করা হয় তখন তাদের আসল দামের থেকে তা অনেক বেশি দামে বিক্রি হওয়া। এবার একটি ভারতীয় একটি জিনিস (indian product) সম্প্রতি নজর কাড়ল মার্কিনি এক ই-কমার্স সংস্থায় (Americal E-commerce Company) , যদিও জিনিসটি কিন্তু নতুন। কেন?                       


মার্কিন ই-কমার্স সংস্থায় ভারতীয় দ্রব্যের বিক্রি, ভাইরাল হল কেন?


কোনও পুরনো, অ্যান্টিক জিনিস নয়। নতুন খাটিয়া। ভারতীয় দ্রব্য। অনলাইনে লিস্ট করা হয়েছে মার্কিং ই-কমার্স সংস্থা 'এটসি'র (etsy.com) ওয়েবসাইটে। এই দ্রব্যই হঠাৎ ভারতীয়দের থেকে বিপুল মনোযোগ আকর্ষণ করছে। এটি এমনই একটি জিনিস যা ভারতের গ্রামাঞ্চলের প্রায় প্রত্যেক বাড়িতে অতি সহজেই পাওয়া যায়।                    


ভারতীয় ঐতিহ্যবাহী 'চারপায়া' বা 'খাটিয়া'। আজকের দিনে দাঁড়িয়ে যার দাম সাধারণত ৫ হাজার থেকে ১০ হাজারের মধ্যে হবে। কিন্তু শপিং সাইটে এর দাম শুনলে চোখ কপালে উঠবে। ওয়েবসাইটে একটি খাটিয়ার দাম দেখা যাচ্ছে ১ লক্ষ ১২ হাজার ১৬৮ টাকা। আজ্ঞে হ্যাঁ, ঠিকই পড়ছেন।




ছবি সৌজন্য : etsy.com


শপিং পোর্টালে খাটিয়ার বিবরণে লেখা আছে এটি একটি 'সুন্দর নকশা সমেত ঐতিহ্যবাহী ভারতীয় বিছানা।' জিনিসের বিবরণেই লেখা আছে যে খাটিয়াটি হাতে তৈরি, কাঠ, পাটের দড়ি দিয়ে তৈরি। ভারতের কুটীরশিল্পীদের তৈরি এই খাটিয়া, তাও উল্লেখ করা রয়েছে। এছাড়া নিয়ম মাফিক জিনিসের মাপ ইত্যাদিও লেখা হয়েছে। 


প্রসঙ্গত, ভারতের যে কোনও গ্রামাঞ্চলের ঘরে ঘরে খাটিয়া ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই, বাড়ির বড়রাও এই খাটিয়া তৈরি করে নেন। ভারতীয়দের কাছে খুবই চেনা দ্রব্য হলেও বিদেশিদের নজর কেড়েছে এই পদার্থ? রিভিউ রেটিং দেখে অবশ্য ইতিবাচকই মনে হচ্ছে। 


আরও পড়ুন: Upendrakishore Ray Chowdhury: বাংলায় প্রিন্টিং প্রযুক্তিতে বিপ্লব এনেছিলেন উপেন্দ্রকিশোর, অবিস্মরণীয় কাজ দেখতে ছুটে এসেছিল ব্রিটিশরাও


দেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায় এই 'চারপায়া' বা 'খাটিয়া'কে বিভিন্ন নামে ডাকা হয়। উত্তর ভারতে একে মাঞ্জা, খাট, খাটিয়া বা মাঞ্জি বলেও ডাকা হয়।