কলকাতা: ক্রমশ নিজের শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রিমাল (Cyclone Remal Update)। ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার আবহাওয়া দফতরের (IMD alert) পক্ষ থেকে জানানো হয়েছে ২৫ তারিখ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ২৬ তারিখ সকালে পরিণত হবে শক্তিশালী ঘূর্ণিঝড়ে।
বৃহস্পতিবার এপ্রসঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের ডি ডি জি এম পূর্বাঞ্চল সোমনাথ দত্ত জানান, আগামী ২৬ মে রবিবার মধ্যরাতে ১০০ কিলোমিটারের বেশি গতিবেগে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ উপকূলের কোনও একটি এলাকায় ল্যান্ড ফল করতে চলেছে। এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই সিস্টেম। ২৫ তারিখ অতি গভীর নিম্নচাপ এবং ২৬ তারিখ সকালে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর দিকে অগ্রসর হয়ে এটি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সীমান্তবর্তী উপকূল এলাকায় কোথাও ল্যান্ড ফল করতে চলেছে। এই কারণে বৃহস্পতিবার ২৩ তারিখ বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের স্থলভাগে ফিরে আসতে বলা হয়েছে। তাঁদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: Birbhum Weather Update: রেমালের প্রভাবে কি বীরভূমেও বৃষ্টি? কেমন থাকবে রবিবাসরীয় আবহাওয়া?
তিনি আরও জানান, শুক্রবার ভোর থেকে রেমালের প্রভাবে উত্তাল হবে সমুদ্র। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা এই ঘূর্ণিঝড়ের জেরে প্রত্যক্ষ প্রভাবের শিকার হতে পারে। উত্তর ২৪ পরগনার সুন্দরবনের ওপরও এর প্রভাব পড়তে পারে। রেমালের ফলে ২৫ তারিখে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আর ২৬ তারিখে এই জেলাগুলিতে হাওয়ার গতিবেগ ৮০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে চলেছে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রাম জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। রয়েছে ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনাও। ২৭ তারিখেও পরিস্থিতি মোটের ওপর একই থাকবে। ওইদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৫টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। ২৭ তারিখ এই জেলাগুলিতে হাওয়ার গতিবেগ ৬০ থেকে ৭০ কিলোমিটার থাকবে। পাশাপাশি ওই জেলাগুলিতে অতিরিক্ত বজ্রপাতের সতর্কতাও জারি হয়েছে। মূলত বাংলাদেশে আছড়ে পড়লেও রেহাই পাবে না বাংলা। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিমি। উত্তর ২৪ পরগনায় ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিমি। পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি। উপকূলবর্তী ৩ জেলাতেই অতি ভারী বৃষ্টির আশঙ্কা। সোমবারও কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা।
আরও পড়ুন: Bitbhum Weather Update: বেলা বাড়লেই মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা বীরভূমে কতটা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।