Night Vision Goggles: প্রথমবারের জন্য নাইট ভিশন গগলস (Night Vision Goggles) ব্যবহার করে একটি বিমানের (Aircraft) অবতরণ করিয়েছে ভারতীয় বায়ু সেনাবাহিনী (Indian Air Force)। ইস্টার্ন সেক্টরের (Eatern Sector) একটি অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে (Advanced Landing Ground) এই বিমানের অবতরণ করানো হয়েছে। এই সাফল্যের খবর ভারতীয় বায়ু সেনাবাহিনীর এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইস্টার্ন সেক্টরের মধ্যে রয়েছে ভারতের উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্য, যেমন- ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম, পশ্চিমবঙ্গ এবং বিহারের অংশবিশেষ। এর পাশাপাশি ইস্টার্ন সেক্টর চিন, নেপাল, ভুটান, মায়নামার এবং বাংলাদেশের সঙ্গে ৬৩০০ কিলোমিটার বিস্তীর্ণ আন্তর্জাতিক সীমান্তের সুরক্ষারও তদারকি করে।
নাইট ভিশন গগলস- কী সুবিধা হয় এই বিশেষ চশমায়
নাইট ভিশন গগলসে মূলত ব্যবহার করা হয় থার্মাল ইমেজিং প্রযুক্তি। এর সাহয্যে ইনফ্রারেড লাইট ক্যাপচার বা বন্দি করা হয়। এই পদ্ধতিতে অন্ধকারেও স্পষ্ট দেখা যাবে যে কী হচ্ছে। অর্থাৎ কম আলো কিংবা অন্ধকারে ভাল দৃশ্যমানতা পাওয়া সম্ভব হবে নাইট ভিশন গগলসের সাহায্যে। থার্মাল ইমেজিং প্রযুক্তি অন্ধকারেই সবচেয়ে ভালভাবে কাজ করে। অর্থাৎ সহজ ভাষায় বললে নাইট ভিশন গগলসের সাহায্যে রাত্রিবেলায় যেকোনও জায়গায় পর্যবেক্ষণ চালানো, কোনও উদ্ধারকার্য করা, কিছু খোঁজা এবং গোপন কোনও অভিযান করা সম্ভব। কারণ এই বিশেষ চশমা রাতের অন্ধকাতেও আপনাকে কোনও জিনিস দেখার সুবিধা দেবে।
নাইট ভিশন গগলসের ব্যবহার ভারতীয় বায়ুসেনার জন্য কতটা কার্যকরী
কম আলোয় কিংবা অন্ধকারে কোনও অভিযান চালাতে হলে তা নিরাপদে এবং আরও দক্ষতার সঙ্গে করা সম্ভব হবে এই নাইট ভিশন গগলসের প্রযুক্তির মাধ্যমে। রাত্রিবেলা কোনও অভিযান চালানোর ক্ষেত্রে এই বিশেষ চশমা থাকলে ভারতীয় বায়ুসেনা আরও দক্ষ হয়ে নিজেদের কাজে সাফল্য পাবে। রাতের অন্ধকারে অভিযান চালানোর ক্ষেত্রে আলোই মূল বাধা হয়ে দাঁড়ায় সেনাবাহিনীর পথে। সেই সমস্যারই সমাধান করবে এই নাইট ভিশন গগলস এবং তার উন্নত প্রযুক্তি।
এক্স মাধ্যমে দুটি ভিডিও শেয়ার করেছে ভারতীয় বায়ু সেনাবাহিনী। সেখানে দেখা গিয়েছে, বায়ুসেনার এয়ারক্র্যাফট নাইট ভিশন গগলসের প্রযুক্তির সাহায্যে একদম সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়েছে। একটি ভিডিওতে বিমানের অবতরণ দেখানো হয়েছে। আর একটি ভিডিও বিমানের ভিতর থেকে তোলা হয়েছে। দুই ভিডিওতেই দেখা গিয়েছে একটি উজ্জ্বল সবুজ রং যা মূলত নাইট ভিশন গগলসের ভিস্যুয়ালে দেখা যায়। জনজাতির পরিষেবা প্রযুক্তি হাত ধরে অনেকদিন থেকেই নিজেদের বিভিন্ন অভিযান আরও উন্নত করার পথে ব্রতী হয়েছে ভারতীয় বায়ুসেনা। এই নাইট ভিশন গগলসের ব্যবহার সেই সফরেরই একটা গুরুত্বপূর্ণ অংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।