সুনীত হালদার, হাওড়া : আবারও একটা ভয়াবহ ঝড়ের সম্মুখীন হতে বাংলা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রেমাল'। আছড়ে পড়তে পারে সাগর ও বাংলাদেশের খেপুপাড়া মাঝামাঝি এলাকায়। যার প্রভাবে রবিবার উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হতে পারে ঝড় ও প্রবল বৃষ্টি। সব থেকে বেশি ক্ষতি হতে পারে দক্ষিণ ২৪ পরগনায়। ভোটের মধ্যেই দুর্যোগের অশনি সংকেত জেলায় জেলায়। আমফান, ইয়াসের দাপট থেকে শিক্ষা নিয়ে এবার আগে ভাগেই সতর্ক রেল। হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন বাতিল করে দেওয়া হল। শনিবার থেকেই সতর্ক রেলওয়ে। কিছু ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করা হল। দিঘাগামী বেশ কিছু লোকাল, এক্লপ্রেস ট্রেন বাতিল করল রেলওয়ে। 

ট্রেন তারিখ রুট  কী ব্যবস্থা
 ২২৮৯০ পুরী-দিঘা সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস ২৫ মে রুট ছোট করা হল, খড়্গপুর পর্যন্ত আসবে
২২৮৯৭ হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস ২৬ মে বাতিল
০৮১৩৭  পাঁশকুড়া-দিঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল ২৬ মে বাতিল
০৮১৩৯  পাঁশকুড়া-দিঘা লোকাল ট্রেন ২৬ মে বাতিল
০৮১৩৬ দিঘা-পাঁশকুড়া লোকাল ট্রেন ২৭ মে বাতিল
০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল ২৭ মে বাতিল
২২৮৮৯  দিঘা-পুরী সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস ২৬ মে  খড়্গপুর থেকে ছাড়বে
২২৮৯৮  দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস ২৬ মে বাতিল

রেল ঝড়ের পূর্বাভাস পাওয়ার পর থেকেই তৎপর। উচ্চপর্যায়ে বৈঠক করেছেন হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের আধিকারিকদের। যে কোনওরকম বিপদ এড়াতে নেওয়া হয়েছে ব্যবস্থা।   

কত হতে পারে ঝড়ের গতিবেগ? 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৬ মে মধ্যরাতের মধ্যে সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। তখন তার গতিবেগ হতে পারে  ১১০ থেকে ১২০ কিলোমিটার  প্রতি ঘণ্টা।  বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩৫ কিমি প্রতি ঘণ্টা। তছনছ হতে পারে উপকূল। তাই ইতিমধ্যেই শুরু হয়েছে মাইকিং। সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে। যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমির বেশি।  পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝড়। 

আরও পড়ুন : 

রেমাল দাপটে ভাসবে মহানগরী, কলকাতায় ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।