কলকাতা : আশঙ্কা ছিলই। এবার আতঙ্ক বাড়ছে রেমাল নিয়ে। মে-মাসের দুর্যোগের ইতিহাস কি আরও একবার ফিরবে রেমালের হাত ধরে ? শক্তিশালী হয়েই বঙ্গের উপকূলের দিকে এগোচ্ছে সাইক্লোন রেমাল। অবহবিদদের অনুমান, রবিবার রাতে বাংলাদেশ ও সাগরদ্বীপের মাঝে ১৩০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে রেমাল। ফিরবে কি আমফান, ফণী, ইয়াসের স্মৃতি? প্রমাদ গুণছেন উপকূলবর্তী জেলার মানুষ। সবথেকে বেশি প্রভাব পড়তে পারে দক্ষিণ ২৪ পরগনায়। তাই আবারও বড় ক্ষতির আশঙ্কা করছেন জেলার মানুষ।
রেমালের প্রভাবে শনিবার থেকেই দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টিতে ভাসতে পারে কলকাতাও। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আছে । কলকাতায় ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা।
শনিবার কোথায় কোথায় বৃষ্টি ?
শনিবার থেকে বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া রবিবার এবং সোমবার। ★শনিবার পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।
রবিবার কোথায় কোথায় বৃষ্টি ?
রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দু এক জায়গায়। কলকাতা হাওড়া হুগলি নদীয়া এবং পূর্ব মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে।
সোমবার কোথায় কোথায় বৃষ্টি ?
২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলী নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়।
দক্ষিণ 24 পরগনা জেলায় দুর্যোগ বাড়তে পারে ছোট হাওয়া সঙ্গে প্রবল বৃষ্টি। দক্ষিণ 24 পরগনা জেলাতে ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড় বাতাস বইতে পারে। উত্তর ২৪ পরগনা জেলাতে ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো বাতাস বইতে পারে। কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর নদীয়াতে ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।