কলকাতা: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে রেমাল (Cyclone Remal)। রাত ১১টা থেকে ১টার মধ্যে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। সর্বোচ্চ গতিবেগ ছুঁতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। এরই মধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় দুর্যোগ শুরু হয়েছে। ঝোড়ো হাওয়ার দাপটে টালিগঞ্জে ভাঙল মেট্রোর শেড।                            


এর জেরে কবি সুভাষ-টালিগঞ্জ পরিষেবা বন্ধ করা দেওয়া হয়েছে। অন্যদিকে, শহরে ঝোড়ো হাওয়ার দাপটে নাগেরবাজারে ভাঙল গাছ। জরুরিকালীন ভিত্তিতে তা পরিষ্কার করে দেন পুরসভার কর্মীরা। ঝড়ের দাপটে রেলের শিয়ালদা ডিভিশনে ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে। আজ রাত ১১টা থেকে কাল সকাল ৬টা পর্যন্ত ৫৩টি লোকাল ট্রেন বাতিল, বেশ কিছু দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। আজ বেলা ১২টা থেকে আগামীকাল সকাল ৯টা, ২১ ঘণ্টা বন্ধ রাখা হয়েছে কলকাতা বিমানবন্দরে সমস্ত উড়ান পরিষেবা। এর ফলে ৩৪০টি অন্তর্দেশীয় ও ৫৪টি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। প্রায় ৫০ হাজার বিমানযাত্রীর দুর্ভোগে পড়ার আশঙ্কা। ঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।


আরও পড়ুন, রুদ্রমূর্তি ধারণ করছে ঘূর্ণিঝড় রেমাল, ঝড়ের কতটা প্রভাব পড়তে চলেছে কলকাতায়?


এদিকে, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে নজরদারি চলছে জোরকদমে। প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা দল। উড়ে যাওয়ার আশঙ্কায় তড়িঘড়ি ভরা হয়েছে জলের ট্যাঙ্ক।             


আবহবিদদের পূর্বাভাস, রবিবার মধ্যরাতে,  সাগর দ্বীপ ও খেপুপাড়ার মাঝে বাংলাদেশের মংলার কাছে আছড়ে পড়তে পারে অতিশক্তিশালী ঘূর্ণিঝড়। স্থলভাগে আছড়ে পড়ার সময় রেমাল-এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।                              


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, 'অতিশক্তিশালী ঘূর্ণিঝড়টি উত্তর দিকেই যাবে। এটি আরও শক্তি বাড়াবে। আজ রাতে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলকে পার করবে সাগর দ্বীপ এবং খেপুপাড়ার মাঝে মংলার কাছে দক্ষিণ পশ্চিম দিকে, অতিশক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে। হাওয়ার গতি থাকবে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে