সঞ্চয়ন মিত্র, কলকাতা: দুর্যোগ-আশঙ্কা বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে। সমুদ্রের ওপর দিয়ে ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে এগোচ্ছে উপকূলের দিকে। এই মুহূর্তে অবস্থান করছে সাগর দ্বীপের ৫০০ কিলোমিটার দক্ষিণে ও বাংলাদেশের বরিশাল থেকে ৬৫০ কিলোমিটার দূরে। আগামী ১২ ঘণ্টায় এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামীকাল ভোরে বাংলাদেশের তিনকোণা ও সন্দ্বীপের মাঝে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় সিত্রাং। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার।
ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কাল থেকেই চার জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। আজ কলকাতা, হাওড়া, হুগলিতে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা ও হাওড়ায় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৫০ কিলোমিটার। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়বে সুন্দরবন এলাকায়। উপকূলবর্তী এলাকায় কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে।
আবহাওয়া দফতর বলছে, সিত্রাং এবং অমাবস্যার কটালের জেরে, সমুদ্রে ৬ মিটার জলোচ্ছ্বাস হতে পারে। এই পরিস্থিতিতে, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য আগাম সতর্ক উপকূলের জেলাগুলো।
এক ঝলকে উপকূলবর্তী অঞ্চলের আপডেট
বকখালি: অনেকটাই ফাঁকা বকখালি সমুদ্র সৈকত। গুটিকয়েক পর্যটকের দেখা মিললেও তাঁদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। সমুদ্র কিছুটা অশান্ত। আকাশ মেঘলা। ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে।সকাল থেকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার তরফে মাইকে প্রচার চলছে। সমুদ্রের ধারে দোকানপাটও বন্ধ। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দিঘা: সকাল থেকে দিঘায় মেঘলা আকাশ। বৃষ্টি শুরু হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামা নিষেধ। মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। সকাল থেকে দিঘায় মেঘলা আকাশ। বৃষ্টি শুরু হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামা নিষেধ। মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে সাড়ে ৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফ ও এসডিআরএফ-কে।
আবহাওয়া দফতর বলছে, সিত্রাং এবং অমাবস্যার কটালের জেরে, সমুদ্রে ৬ মিটার জলোচ্ছ্বাস হতে পারে। এই পরিস্থিতিতে, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য আগাম সতর্ক উপকূলের জেলাগুলো।
তাজপুর: তাজপুরে সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কা। গার্ডওয়ালের পাশে বোল্ডার ফেলে চলছে বাঁধ মেরামতি। জলোচ্ছ্বাসের জেরে সমুদ্র তীরবর্তী গ্রামগুলো যাতে প্লাবিত না হওয়ায়, সেই কারণেই এই উদ্যোগ।
হলদিয়াছ ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে হলদিয়ায়।হলদি নদীতে জলস্তর বাড়ছে। ঝোড়ো হাওয়ার পাশাপাশি শুরু হয়েছে বৃষ্টি। হলদি নদীর তীরবর্তী এলাকায় মাইকে প্রচার চালাচ্ছে এনডিআরএফ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখা হয়েছে হলদিয়া-নন্দীগ্রাম ফেরি চলাচল। নন্দীগ্রাম-তেরোপেখিয়া ফেরি চলাচলও আজ ও আগামীকাল বন্ধ। আবহাওয়ার উন্নতি হলে প্রশাসনের সঙ্গে কথা বলে ফের জলপথ পরিবহণ চালু হবে।
গোসাবা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায়। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। নদীতে খেয়া পারাপার বন্ধ। গোসাবার সাতজেলিয়ায় গাড়াল, বিদ্যাধরী-সহ একাধিক নদীতে জলস্তর বেড়েছে। প্রশাসনের তরফে মাইকে প্রচার করা হচ্ছে। ছোট মোল্লাখালি থেকে বয়স্কদের ইতিমধ্যেই ফ্লাড সেন্টারে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি, কুমিরমারি, আমতলি-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ফেরিঘাটগুলোতে পুলিশ-প্রশাসনের তরফে মাইকে প্রচার করে সতর্ক করা হচ্ছে।
বকখালি: বেলা গড়াতেই বকখালিতে ঝোড়ো হাওয়ার দাপট বাড়ছে। পর্যটকশূন্য সৈকত। সমুদ্র কিছুটা অশান্ত। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সমুদ্রের ধারে দোকানপাট বন্ধ। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার তরফে মাইকে প্রচার চলছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ফ্রেজারগঞ্জ মত্স্য বন্দরেও চলছে সতর্কতামূলক প্রচার।