রুমা পাল, ঝিলম করঞ্জাই, সমীরণ পাল, কলকাতা : রাজ্য সরকার ৩ শতাংশ DA বৃদ্ধির পরও, আন্দোলন-অনশনে অনড় ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। বকেয়া DA মেটানোর দাবিতে আজ সব সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। ধর্মঘটকে সমর্থন জানিয়েছে রাজ্য সরকারি কর্মীদের বামপন্থী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি। সমর্থন জানিয়েছে কংগ্রেসও। আর এই আন্দোলন ঘিরে সকাল থেকেই উত্তপ্ত কলকাতা। 



সরকারি দফতর রাইটার্স বিল্ডিংয়ে নেই চেনা ছবি। অনেকটাই ফাঁকা চেয়ার টেবিল। ভোঁ-ভাঁ খাদ্য ভবনও। অন্যদিনের তুলনা অনেক কম উপস্থিতি নজরে এসেছে। যাঁরা কাজ করতে এসেছেন তাঁরাও মুখ খুলতে চাইছেন না। কলকাতা পুরসভার গেটের সামনে সকাল থেকেই স্লোগান তুলছেন ধর্মঘটীরা। যাঁরা কাজ করতে আসছেন, তাঁদের বোঝানোর চেষ্টা করছেন ধর্মঘনীরা। সরকার যাই কড়া পদক্ষেপ নিক না কেন, আন্দোলন চলবেই , বলছেন আন্দোলনকারীদের একাংশ । 


সরকারি অফিসে ধর্মঘট রুখতে কড়া বিবৃতি জারি করেছে নবান্ন। অতিরিক্ত মুখ্যসচিবের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, শুক্রবার কোনওভাবেই পূর্ণ বা অর্ধ দিবস ছুটি নেওয়া যাবে না। ধর্মঘটে সামিল হলে কর্মজীবন থেকে বাদ যাবে একদিন। সেইসঙ্গে শোকজ করা হবে। এই নির্দেশের পাল্টা, ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকার দাবি জানিয়ে, অতিরিক্ত মুখ্য় সচিবকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির যৌথ কমিটির সদস্য়রা।


বকেয়া DA-র দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবার শহিদ মিনারে ৪৩তম দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। পাশাপাশি ২৯ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীদের একাংশ।


অন্যদিকে এদিনই শিক্ষায় দুর্নীতি, রাজ্যের একাধিক স্কুল বন্ধের এবং ছাত্র সংসদ ভোট ও আনিসকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন SFI ধর্মঘট ও আন্দোলনের প্রত্য়ক্ষ প্রভাব দেখা গেল যোগমায়া দেবী কলেজে। ক্লাস বয়কটের ডাক দিয়েছেন পড়ুয়ারা। সকাল থেকে কলেজে চলছে পিকেটিং। অন্য়দিকে, DA-এর দাবিতে ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন অধ্য়াপকরা। কলেজে গেলেও ক্লাস নিচ্ছেন না তাঁরা।

বকেয়া ডিএ-র দাবিতে সিটু-র রাজ্য় সরকারি কর্মচারীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বিক্ষোভ দেখাল সিটুর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আজ কাজে যোগ দেওয়ার আগে, কেন্দ্রীয় সরকারি সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান সিটুর সমর্থকরা।

বাঁকুড়া জেলাশাসকের দফতরের মূল গেট ঘেরাও করে ধর্মঘটীদের বিক্ষোভ। অফিসে যাঁরা কাজে যোগ দিতে আসছেন, তাঁদের ধর্মঘটে সামিল হওয়ার আবেদন আন্দোলনকারীদের।

বকেয়া DA-র দাবিতে ধর্মঘটের সমর্থনে কোচবিহারে সরকারি কর্মীদের মিছিল চলছে। ধর্মঘট সফল করতে শিলিগুড়ি কলেজের মেন গেট বন্ধ করে রাখেন কর্মীরা। চলে স্লোগান। DA-র দাবিতে চুঁচুড়া শিক্ষা ভবনের গেট আটকে বিজেপির বিক্ষোভ। গেটে পতাকা ঝুলিয়ে স্লোগান দিতে থাকেন বিজেপি নেতা-কর্মীরা।