সঞ্চয়ন মিত্র, কলকাতা : বকেয়া ডিএ-র  ( DA ) দাবিতে, রাজ্য সরকারের ( State Govt )  বিরুদ্ধে ১৭৩ দিন ধরে আন্দোলন চালাচ্ছে তারা। পঞ্চায়েত ভোটে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিতে মামলা করেছিলেন সুপ্রিম কোর্টেও। এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়ে, বেঙ্গালুরুর বৈঠকে সামিল বাকি বিরোধী দলের কাছে চিঠি পাঠাল সংগ্রামী যৌথ মঞ্চ। 

সমস্ত বিরোধী দলকে চিঠি                                               


 বেঙ্গালুরুতে মোদি-বিরোধী মেগা বৈঠকের ( opposition Meet ) আগে তৃণমূলকে ( TMC ) চাপে ফেলতে রাজ্য সরকারি কর্মীদের DA-আন্দোলন নিয়ে সমস্ত বিরোধী দলকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। তৃণমূল সরকার সরকারি কর্মীদের প্রতি কতটা উদাসীন, চিঠিতে তাই জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে বকেয়া ডিএ প্রসঙ্গ ও বেতন বঞ্চনার কথা। 


২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মোদি-বিরোধিতার রণকৌশল স্থির করতে মঙ্গলবার ব্যাঙ্গালোরে বৈঠকে বসছে ২৬টি দল। এই প্রেক্ষিতকে সামনে রেখেই রাজ্যে সরকারি কর্মীদের ক্ষেত্রে তৃণমূল সরকারের মনোভাব স্পষ্ট করে দিতে চেয়ে বিরোধী দলগুলিকে চিঠি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।  

মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানালেন, এখানে সরকার আমাদের দাবিদাওয়া নিয়ে উদাসীন, যে সরকারে এখানে উদাসীন, সে কীভাবে জোটে থাকে, আপনারা তাঁকে প্রশ্ন করুন ! 


ভোট সন্ত্রাস নিয়েও আন্দোলন                                              


এর আগে পঞ্চায়েত ভোটে লাগাতার সন্ত্রাস, ব্য়ালট বক্স লুঠ, ব্য়াপক ছাপ্পা, ভোটকর্মীদের হুমকির অভিযোগের প্রতিবাদে কলকাতার রাজপথে মিছিল করে সংগ্রামী যৌথ মঞ্চ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহিদ মিনার পর্যন্ত মিছিল করে তারা। অভিযোগ, ভোটের নামে প্রহসন হয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট থেকে শুরু করে, ভোটের কাজে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার,  প্রতিটি ক্ষেত্রে আদালতের নির্দেশের অবমাননা করেছে রাজ্য় নির্বাচন কমিশন।  মঞ্চের অভিযোগ, এত কিছুর পর, জোর করে প্রিসাইডিং অফিসারদের দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে লিখিয়ে নেওয়া হয়েছে।   


আরও পড়ুন


মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial