কলকাতা: বড়দিন (Christmas) ও বর্ষশেষের উৎসবের আবহের আগে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। অ্যালেন পার্কে ক্রিস্টমাসের অনুষ্ঠানের মঞ্চ থেকে আরও ৪% মহার্ঘ ভাতা (DA Hike) ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ (DA)-এর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন সরকারি কর্মীদের (Government Employees Salary) একটি বড় অংশ। বর্ধিত ডিএ-এর ঘোষণার পর তাঁরা কি খুশি? কী বলছেন আন্দোলনরত সরকারি কর্মী সংগঠনের নেতারা?


এইভাবে ডিএ ঘোষণা নিয়ে তুলোধনা করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। তিনি বলেন, 'যে পদ্ধতিতে এটা ঘোষণা করা হয়েছে, সরকারি কর্মীদের এটা প্রাপ্য নয়। কোনওরকম বিজ্ঞপ্তির আগে এভাবে ঘোষণা করে দিলেন। আমাদের ৪০ শতাংশ ঘাটতি। সেখানে ৪ শতাংশ দেওয়া হল। এটা ভিক্ষা দেওয়া হল। আমরা এই ডিএ প্রত্যাখান করছি। আমরা বাকি ৩৬ শতাংশ আদায় করে নিতে জানি।' পাশাপাশি তাঁর তোপ,'যে কর্মচারীরা সরকারকে সমর্থন করেন তাঁদের কাছে আমাদের প্রশ্ন, তাঁরা কি ৪ শতাংশ সুপারিশ করেছেন। অধিকার নিয়ে এমন ছিনিমিনি করছেন তাঁরা?' পাশাপাশি, শূন্যপদের নিয়োগের দাবিও জানান ভাস্কর ঘোষ। ৬ লক্ষ শূন্যপদ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে, অস্থায়ী কর্মচারীদের দাবিগুলিও মানতে হবে বলে জানান তিনি। এই আন্দোলন চলবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী এদিন ফের জানিয়েছেন, ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। সেই বক্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ভাস্কর ঘোষ। তিনি বলেন, 'কেন্দ্র ও রাজ্য আলাদা নাকি। উনি কি আলাদা আইন তৈরি করেছেন। এর অর্থ কী?' তাঁর সংযোজন, 'এটা রাজনীতি। কিন্তু এটা দলীয় রাজনীতি নয়। সরকার মানছে না তাই লড়াই চলছে।'


সরকারি কর্মী কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের দাবি, 'ডিএ কিন্তু নিজের ইচ্ছেমতো হয় না। কনসিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী এটা হয়। কোনও বছর দেবেন না, কোনও বছর দেবেন। নিজের ইচ্ছেমতো দিয়ে দিল। ৩৬ শতাংশ মহার্ঘ ভাতা বাকি। যেটুকু দিয়েছেন সেটা আন্দোলনের চাপেই হয়েছে। আমাদের আন্দোলন চলবে, মামলা এখনও চলছে। আমরা আইনি পথেই এগোব।'


তৃণমূল নেতা স্নেহাশিস চক্রবর্তী বলেন, 'ডিএ বাধ্যতামূলক হয় না। কোর্টও তো বলেছে এটা। আমাদের মুখ্যমন্ত্রী এর আগে ৬ শতাংশ দিয়েছেন, এবার ৪ শতাংশ দিলেন। যাঁরা ইউনিয়ন করেন তাঁদের লড়াইয়ের জন্য এসব বলতে হয়। কেন্দ্র ও রাজ্যের পে-স্কেল আলাদা।'


সুজন চক্রবর্তীর কটাক্ষ, 'উনি খুশি হয়ে বাড়িয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে তাই খুশি। সেই কারণেই সাসপেনশন নিয়ে কথা বললেননি। উনি খুশি হয়েছেন বলে উপহার ৪ শতাংশ। কিন্তু কর্মচারীদের জন্য কী খুশি হওয়ার কারণ আছে? ৩৬ শতাংশ এখনও বাকি।এর সঙ্গে তো পে কমিশনের অসাম্য নিয়েও তো ক্ষোভ রয়েছে।'


আরও পড়ুন: বাড়ির সামনে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু, তৃণমূল কর্মী খুনে গ্রেফতার অর্জুন সিংহের আত্মীয়