কলকাতা: সম্প্রতি রাজ্য সরকারি (West Bengal Government) কর্মী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ডিএ (DA Hike in WB) ঘোষণা করেছিল রাজ্য সরকার। এদিন রাজ্যের অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে ডিএ নিয়ে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।


রাজ্য সরকারি কর্মীরা মূল বেতনের (Basic Pay) ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। যা কার্যকর হবে চলতি বছরের ১ মে থেকে। এই মহার্ঘ ভাতা (DA Hike in West Bengal) হিসেব করা হবে পরিমার্জিত মূল বেতন এবং NPA-এর উপর ভিত্তি করে।


এই মহার্ঘ ভাতার হিসেব কার্যকর হবে সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, স্ট্যাটুটারি বডির কর্মী, সরকার অধিগৃহীত সংস্থার কর্মী, পঞ্চায়েত, পুরসভার কর্মী


রাজ্য সরকারের পেনশনভোগী, ফ্যামিলি পেনশনভোগীরাও এই হারে ডিএ পাবেন, কার্যকর হবে ১ মে থেকে। 


আরও একটি বিষয় জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। যে কর্মীরা দিনমজুরির ভিত্তিতে সরকারের হয়ে কাজ করেন, যাঁদের মজুরি কোনওরকম Minimum Wages-এর বিধিতে নেই, তাঁদের দৈনিক মজুরি ২২ টাকা বৃদ্ধি করা হচ্ছে। সেটাও কার্যকর করে ১ মে থেকে।  


২০২৪ শুরুর আগেই ২০২৩ সালের ডিসেম্বরে ফের মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মহার্ঘ ভাতা আরও ৪ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন তিনি। অ্যালেন পার্কে বড়দিনের অনুষ্ঠান থেকে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ওই ডিএ বৃদ্ধির পরেও কেন্দ্রের সঙ্গে এখন রাজ্যের ডিএ পার্থক্য রয়েছে ৩৬ শতাংশ। 


বড়দিনের অনুষ্ঠানে ডিএ বৃদ্ধির ঘোষণা করেও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কেন্দ্র ও রাজ্যের বেতনকাঠামো সম্পূর্ণ আলাদা। তিনি স্পষ্ট জানিয়েছিলেন পেনশন কমিশন চালু থাকা সত্ত্বেও রাজ্যের সরকার নিজের ইচ্ছেয় ডিএ দেয়। 


যদিও রাজ্যের ডিএ বৃদ্ধি নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একটি বড় অংশ। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছিল যা প্রাপ্য তার থেকে অনেক কম বৃদ্ধি করা হয়েছে। আন্দোলন চলবে বলে জানিয়েছিলেন কনফেডারেশনও।    


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: 'মা-বোনেদের সঙ্গে যা হয়েছে, তার জবাব দিতে হবে', সন্দেশখালি নিয়ে তোপ মোদির