কৃষ্ণেন্দু অধিকারী , কলকাতা : এক্স হ্যান্ডল থেকে রাজনৈতিক পরিচয়ই মুছে দিলেন কুণাল ঘোষ ( Kunal Ghosh ) !  এক্স হ্যান্ডলে তৃণমূলের ( TMC )  রাজ্য সাধারণ সম্পাদক বলে তাঁর যে পরিচয় লেখা থাকত, তা আর নেই। বদল এখন তিনি শুধুই সাংবাদিক, সমাজকর্মী ! তাহলে কি পদ ছাড়তে চাইছেন কুণাল ঘোষ? তীব্র জল্পনা রাজনৈতিক মহলে ।

বৃহস্পতিবার ধরা পড়েন শেখ শাহজাহান। এদিনই আবার সোশ্যাল মিডিয়ায় একটি তাৎপর্যপূর্ণ পোস্ট করেন কুণাল। তিনি লিখেছিলেন, 'নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক @AITCofficial দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।' এই পোস্ট তিনি কার উদ্দেশে করেছেন? কার প্রতি উষ্মা, এই নিয়ে বেড়েছে জল্পনা। এরই মাঝে তাঁর এই পরিচয় পরিবর্তনকে গুরুত্ব সহকারে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।  কুণাল কারও নাম করেননি সেই পোস্টে। ফলে স্বভাবতই গুঞ্জন তৈরি হয়েছিল কাকে নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।                                


যে কুণাল ঘোষ মুখপাত্র হিসেবে রোজ তুখোড় হাতে তৃণমূলের হয়ে ব্যাটিং করেন... যে কুণাল ঘোষ অবিরত ক্ষুরধার আক্রমণ শাণান বিরোধীদের উদ্দেশে, তিনি হঠাৎ কেন এভাবে রাজনৈতিক পরিচয় মুছে ফেললেন? দলের মধ্যেই মন কষাকষি ? নাকি অন্য কিছু? এখনও পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি কুণালের।            


বৃহস্পতিবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন কৌস্তভ বাগচী। তখন কুণাল ঘোষ বলেছিলেন, 'নিজের এলাকায় সাড়ে ৩০০ ভোট পায়, সে কোন দলে গেল কী যায় আসে?' 


শাসকদলের হয়ে এহেন দাপুটে ব্যাটিং করা কুণালের সোশ্যাল মিডিয়ায় এত বড় পরিবর্তন তাই জল্পনা বাড়াচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে কি দলের একাংশের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েই এই সিদ্ধান্ত নিলেন তিনি? আসলে কুণাল ঘোষের নিশানায় তৃণমূলের কোন নেতা?                   




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Sandeshkhali Situation: গ্রেফতার শেখ শাহজাহান, আতসবাজি ফাটিয়ে আবির খেলে উৎসব সন্দেশখালিতে