দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বালুরঘাটে (Balurghat) আদিবাসী মহিলাদের দণ্ডি-কাণ্ডের প্রতিবাদ, আদিবাসী বিরোধী কর্মকান্ডের বিরোধিতা এবং আদিবাসীদের সাংবিধানিক অধিকার রক্ষা-সহ ৫ দফা দাবিতে আজ ১২ ঘণ্টার বাংলা বন‍্ধের ডাক দিয়েছে ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’। সকাল ৬টা থেকে বন্‍ধ শুরু হয়েছে। প্রভাব পড়েছে দুই দিনাজপুর ও জঙ্গলমহলে (Jangalmahal)। বালুরঘাটে দণ্ডি-কাণ্ডের প্রতিবাদে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ১২ ঘণ্টার বাংলা বন‍্ধের প্রভাব পড়ল উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জঙ্গলমহলের কয়েকটি জেলায়। কোথাও জেলাশাসককে অফিসে ঢুকতে বাধা দিলেন বন্‍ধ সমর্থনকারীরা। কোথাও আবার ভয় দেখিয়ে বন্ধ করা হল দোকান। এর পাশাপাশি, বেসরকারি বাস পরিষেবা বন্ধ থাকায় নাকাল হলেন যাত্রীরা।


দক্ষিণ দিনাজপুর (South Dinajpur)
সকাল থেকে আদিবাসী সংগঠনের ডাকা বাংলা বন‍্ধের প্রভাব পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। সকালে কয়েকটি সরকারি বাস ছাড়লেও, বেলা গড়াতেই অন্য ছবি। বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন আদিবাসীরা। বন্‍ধ সমর্থকদের বিরুদ্ধে জোর করে দোকান ও বাজার বন্ধ করে দেওয়ারও অভিযোগ উঠেছে। বেসরকারি বাস চলাচল পুরোপুরি বন্ধ। বালুরঘাট শহরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হলেও, রাস্তায় লোকজনের দেখা মেলেনি। 


উত্তর দিনাজপুর (North Dinajpur)
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন আদিবাসীরা। সকাল ৭টা থেকে শুরু হয়েছে অবরোধ। চোপড়ায় অবরুদ্ধ ৩১ নম্বর জাতীয় সড়ক। বেসরকারি বাস বন্ধ। সকালের দিকে কয়েকটি সরকারি বাস চললেও, বিভিন্ন জায়গায় আটকে পড়েছে। চূড়ান্ত নাকাল হচ্ছেন যাত্রীরা।


বাঁকুড়া (Bankura)
বাঁকুড়ায় বেসরকারি বাস পরিষেবা কার্যত বন্ধ। সকালে রাইপুর, সারেঙ্গা, সিমলাপাল, তালডাংরা রুটে গুটিকয়েক বাস চললেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় পরিষেবা। বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে প্রতিদিন প্রায় সাড়ে ৩০০ বাস চলাচল করে। আজ স্ট্যান্ডে দাঁড়িয়ে একাধিক বাস। শুধুমাত্র দুর্গাপুর, আসানসোল রুটে বাস চলছে। সকাল ৯টা থেকে ছাতনা-শালতোড়া রাজ্য সড়ক অবরোধ করেন আদিবাসীরা। 


পুরুলিয়া (Purulia)
বালুরঘাটের দণ্ডি-কাণ্ডের প্রতিবাদে, ‘আদিবাসী সেঙ্গেল অভিযানের’ ডাকে পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কের কাটাডি মোড়ে পথ অবরোধ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে অবরুদ্ধ পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কও। রঘুনাথপুরে মিছিলও করেন আদিবাসীরা। আদিবাসী সংগঠনের ডাকে পুরুলিয়ায় সরকারি বাস চলাচল করলেও, বেসরকারি বাস পুরোপুরি বন্ধ। ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। 


আরও পড়ুন: TMC: জিজ্ঞাসাবাদ চলাকালীন কীভাবে পুকুরে ফোন ফেললেন জীবনকৃষ্ণ? দায়িত্বে থাকা CBI অফিসারদের উপর ক্ষুব্ধ দিল্লি