কলকাতা: হিন্দু ধর্মে পঞ্চককে অশুভ বলে মনে করা হয়, তাই পঞ্চকের পাঁচ দিনে কোনো শুভ কাজ করা হয় না। এমনকি পঞ্চক যুগে মৃত্যুও শুভ বলে মনে করা হয় না। এটি বিশ্বাস করা হয় যে পঞ্চকগুলিতে মৃত্যু পরিবারে সমস্যা নিয়ে আসে। প্রতি মাসে পঞ্চক হয় এবং সেগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। পঞ্চক এপ্রিল মাসে অর্থাৎ ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে, যা ১৯ এপ্রিল পর্যন্ত চলবে।
পঞ্চক শুরু হয়েছে শনিবার ১৫ এপ্রিল ২০২৩। এটি মৃত্যু পঞ্চক। শনিবার থেকে পঞ্চক শুরু হলে তাদের মৃত্যু পঞ্চক বলা হয়। মৃত্যু পঞ্চককে সবচেয়ে অশুভ মনে করা হয়। ১৫ এপ্রিল সন্ধ্যা ৬.৪৪ নাগাদ শুরু হওয়া মৃত্যু পঞ্চক ১৯ এপ্রিল রাত ১১.৫৩ টায় শেষ হবে। এই সময়ে, অনেক সতর্কতা অবলম্বন করা উচিত।
কোন কাজগুলি ভুলেও করবেন না?
এমনকি পঞ্চক কালে মৃতদেহ পোড়ানোও শুভ বলে মনে করা হয় না। এটা বিশ্বাস করা হয় যে পঞ্চকে একজন মানুষ মারা গেলে একজন ব্যক্তি তার সঙ্গে আরও ৪ জনকে নিয়ে যায়, তাই পঞ্চকে মৃত্যুর ক্ষেত্রে মৃতদেহের সঙ্গে ৪টি নারকেল রাখা হয়। যাতে পরিবারের বাকি সদস্যদের স্বাস্থ্য ও জীবন নিয়ে কোনও সংকট না হয়।
পঞ্চক সময়ে বিছানা বা খাট তৈরি করা শুভ বলে মনে করা হয় না। পঞ্চক কালে বাড়ির ছাদ বসানোও অশুভ। এমন ঘর অশুভ ফল দেয়। পঞ্চক কালে দক্ষিণ দিকে গমন করাও শুভ বলে মনে করা হয় না। এই সব কাজ যদি করতেই হয় তবে কিছু ব্যবস্থা নিয়ে করুন।
আরও পড়ুন, সোমে প্রদোষ যোগ, মহাদেবের দৃষ্টিতে ৪ রাশির ভাগ্যে সুখের সময় আসন্ন
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে ABPLive.com এমন কোনও ধরনের বিশ্বাস, তথ্যকে সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।