সনৎ ঝা, দার্জিলিং: বকেয়া পুরভোট ও গোর্খা টেরিটোরিয়াল কাউন্সিল বা জিটিএ   (GTA)’র নির্বাচনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে দার্জিলিং জেলা CPM।পুরভোটের দাবিতে সেপ্টেম্বরে শিলিগুড়ি শহরজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে বিজেপিও। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।


আগে বিধানসভার উপনির্বাচন? না কি, কলকাতা-সহ বকেয়া পুরসভাগুলির ভোট?এ নিয়ে তৃণমূল ও বিজেপির চাপানউতোর চলছেই।রাজ্যের পাঁচ বিধানসভা কেন্দ্রে দ্রুত উপনির্বাচন ও দুই বিধানসভা কেন্দ্রে বকেয়া ভোটের দাবিতে জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয়েছে তৃণমূল।অন্যদিকে রাজ্যে বকেয়া পুরভোটের দাবি তুলেছে গেরুয়া শিবির।


এই অবস্থায়, এবার বকেয়া পুরভোট ও জিটিএ-র নির্বাচনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে দার্জিলিং জেলা সিপিএম।শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক ও সিপিএম নেতা, অশোক ভট্টাচার্য বলেছেন, যে সমস্ত পুরসভার এক বছরের বেশি মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেখানে অ্যাডমিনিস্ট্রেটর্স বসেছে, তা বেআইনি। অবিলম্বে এই সব পুরসভার নির্বাচন জরুরি। কিন্তু, রাজ্য সরকার বিধানসভার উপ নির্বাচন চাইলেও, পুরভোট করাতে আগ্রহী নয়।দার্জিলিং জেলা বামফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনের দাবিতে পুরসভা-মহকুমা পরিষদ ও পঞ্চায়েত নির্বাচন ও জিটিএ নির্বাচনের দাবিতে মামলা করা হবে হাইকোর্টে।


রাজ্যে বকেয়া পুরভোটের দাবিতে আগেই, শিলিগুড়ি শহরজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি।  দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, কোভিড পরিস্থিতি ঠিক হয়ে গেলে আগে পুরভোট করতে হবে। 


এবার একই ইস্যুতে আন্দোলনের ডাক দিল বামেরাও। অশোক ভট্টাচার্য বলেছেন, শিলিগুড়ি জুড়ে আন্দোলন করা হবে, ১৫ সেপ্টেম্বর জেলা বামফ্রন্টের পক্ষ থেকে মহকুমা পরিষদ অভিযানের ডাক দেওয়া হয়েছে। ২৩ সেপ্টেম্বর শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নাগরিক কনভেনশন হবে। 


যদিও বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শিলিগুড়ি পুরসভার পুরপ্রশাসক তথা তৃণমূল নেতা গৌতম দেব বলেছেন,  মামলা যে কেউ করতে পারে করুন। আর হাঁটবেন, হাঁটুন। হাঁটলে শরীর ভাল থাকে।


পরিসংখ্যান বলছে, রাজ্যের ১২৫টি পুরসভার মধ্যে কলকাতা, হাওড়া, শিলিগুড়ি-সহ ১১২টির মেয়াদ ফুরিয়েছে।এই প্রেক্ষিতে বকেয়া পুরভোটের দাবিতে অব্যাহত রাজনৈতিক চাপানউতোর।