সনৎ ঝা, মলয় চক্রবর্তী, দার্জিলিং:  দালালরাজ খতম করতে চাই। কাউকে সিন্ডিকেট (Cyndicate) করতে দেওয়া হবে না। শপথ নেওয়ার (Swearing-in) আগে এই হুঁশিয়ারি দিলেন শিলিগুড়ির ভাবী মেয়র  (Goutam Deb)গৌতম দেব (Siliguri)। বাস্তবে পদক্ষেপ করতে দেখা যাবে তো? প্রশ্ন তুলেছে বিরোধীরা।


গৌতম দেব বলেছেন,  আমি দালালরাজ খতম করতে চাই। টেন্ডার যেগুলির হবে, কাউকে সিন্ডিকেট করতে দেওয়া হবে না। সিন্ডিকেট করলে আমি দাঁড়িয়ে থেকে গুঁড়িয়ে দেব।


চার কর্পোরেশনের ভোটে জেতার পর এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সবার প্রথমে, শিলিগুড়ির মেয়র হিসেবে গৌতম দেবের নাম ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মেয়র হিসেবে শপথ নেওয়ার আগেই সিন্ডিকেট-দালালরাজ রুখে দেওয়ার চ্যালেঞ্জ নিলেন গৌতম দেব। তিনি বলেছেন, গুন্ডা-বদমাশ বহু দেখে এসেছি। মাফিয়াদের বহু ট্যাকেল করেছি। ভয় আমি পাই না।যে কোনও টেন্ডার একেবারে স্বচ্ছ হতে হবে। যারা অন্য় কিছু করার চেষ্টা করছেন সফল হবেন না। এরপর তাঁদের জেলের ভিতরে পাঠিয়ে দেব, কেউ আটকাতে পারবে না।


এই প্রথমবার নিরঙ্কুশভাবে ভোটে জিতে শিলিগুড়ি পুরসভা দখল করেছে তৃণমূল।কিন্তু ভাবী মেয়র যা যা প্রতিশ্রুতি দিলেন, তা বাস্তবে হবে তো? পুরসভা হাতছাড়া হওয়ার পর এমনই প্রশ্ন তুলেছে বামেরা। দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার বলেছেন,  আমরা তো চাই এটাই, এটাই হওয়া উচিত, আমরা বিরোধী দলের দায়িত্ব পালন করব। আমাদের সাহায্য পাবেন। গোটা রাজ্য জুড়েই তৃণমূল সিন্ডিকেট করছে। উনি কি আটকাতে পারবেন?


শুধু দালাল-সিন্ডিকেটের দাপট রুখতে কড়া বার্তাই নয়, যে কোনও প্রকল্পের গুণমানেও পুরসভা নজর রাখবে বলে আশ্বাস দিচ্ছেন শিলিগুড়ির ভাবী মেয়র।  তিনি বলেছেন,  কাজের গুণমান দেখে নেব। ল্যাবরেটরি হচ্ছে।পেমেন্ট রাইট টাইমে হবে। কাজ ফেলে রাখা যাবে না, ফেলে রাখলে শোকজ হবে, ব্ল্যাক লিস্টেট হবে।


শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন, আমরা তাকিয়ে আছি, উনি পারেন কি না। কিন্তু রাজ্য জুড়ে তৃণমূল ও কাটমানি ও সিন্ডিকেটরাজ সমার্থক। ফলে উনি যতই বলুন, প্রত্যাশা নেই।


শিলিগুড়ির মেয়র পদের জন্য সোমবার মনোনয়ন দিলেন গৌতম দেব। চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন পেশ করেন প্রতুল চক্রবর্তী। মঙ্গলবার শপথ নেবেন গৌতম।