উমেশ তামাঙ্গ, দার্জিলিং: বর্ষা যেন আসর বসিয়েছে উত্তরবঙ্গে (North Bengal)। টানা বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত উত্তরের সব জেলা। প্রবল বৃষ্টিতে ফুঁসছে সব নদীই। এই পরিস্থিতিতেই কালিম্পঙের (Kalimpong) তিস্তা বাজারে তিস্তা সেতুর ওপর দিয়ে বইছে জল। এর জেরে দার্জিলিং-কালিম্পং রোডে যান চলাচল বন্ধ।  এর ফলে সড়কপথে কার্যত বিচ্ছিন্ন দার্জিলিং ও কালিম্পং।


এদিকে আবহাওয়া অফিসের তরফে জানান হয়েছে, আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপরের দিকের পাঁচ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার থেকে সোমবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। 


সোমবার ভারী বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। তবে নিম্নচাপ সরে গেলে সোমবারের পর বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।  


আরও পড়ুন, আগামী মাস থেকে কলকাতার রাস্তায় নামবে না হাজার দুয়েক বাস, বড়সড় যান-সঙ্কটের আশঙ্কা?


এই পরিস্থিতিতে আজকের শুধু নয়, এর আগেও টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গের একাধিক এলাকা।  ধস নেমে বন্ধ হয়ে গিয়েছিল একাধিক রাস্তা। প্লাবিত হয়ে পড়েছিল বেশ কিছু গ্রাম। কার্শিয়ংয়ের পাগলাঝোরাতে বন্ধ হয়ে গিয়েছিল ১১০ নম্বর জাতীয় সড়ক।


সেই সময়ই আবহাওয়া দফতর জানিয়েছিল, বৃষ্টি বাড়লে দৃশ্যমানতা কমতে পারে।  বিপর্যস্ত হতে পারে টেলি কমিউনিকেশন। বৃষ্টি বাড়লে পার্বত্য এলাকায় ধসের পরিমাণও বাড়তে পারে।                                                                 


অন্যদিকে, আবহাওয়া অফিসের তরফে জানান হয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত। রাজস্থান থেকে বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আরেকটি মৌসুমী অক্ষরেখা। জোড়া প্রভাবে কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আরও ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি থাকছে।অন্যদিকে, আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে