মোহন প্রসাদ, দার্জিলিং:  পূর্ণ মর্যাদা ও রীতি মেনে সম্পন্ন হল শহিদ জওয়ান বিধান ঘিসিংয়ের শেষকৃত্য। চোখের জলে অকুতোভয় এই জওয়ানকে বিদায় জানালেন পরিবার পরিজন ও সাধারণ মানুষ। শেষকৃত্য অনুষ্ঠানে তাঁকে অন্তিম শ্রদ্ধা নিবেদন করেন সেনা জওয়ানরা। দার্জিলিংয়ের পুসিমবিং চা বাগানে বৃহস্পতিবার সম্পন্ন হল বিধান ঘিসিংয়ের শেষকৃত্য। গত ২০ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে মৃত্যু হয় বিধান ঘিসিংয়ের। জাতীয় পতাকা হাতে শহিদ জওয়ান বিধান সিংহকে চিরবিদায় জানাতে শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ সমবেত হয়েছিলেন।


অন্তিমযাত্রার সময় জওয়ানরা তাঁদের কাঁধে করে বহন করে নিয়ে যান বিধান ঘিসিংকে। তাঁর কফিন মোড়া ছিল ত্রিবর্ণ রঞ্জিত পতাকায়।  তাঁর অন্তিম যাত্রার সময় উপস্থিত লোকজন 'শহিদ বিধান ঘিসিং জিন্দাবাদ', 'পাকিস্তান মুর্দাবাদ', 'সন্ত্রাসবাদ খতম করো'-র মতো স্লোগান দেন। এভাবে বীর জওয়ানকে চির বিদায় জানানো হয়।


অন্তিম দর্শন ও অন্তিমযাত্রার সময় বিধান ঘিসিংকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত ছিলেন দার্জিলিং মিলিটারি স্টেশনের কমান্ডার সহ সেনা বাহিনীর বেশ কয়েকজন পদস্থ আধিকারিক, জেলা ম্যাজিস্ট্রেট, দার্জিলিংয়ের পুলিশ সুপার ও জনপ্রতিনিধিরা। তাঁরা শহিদ জওয়ানের অন্তিম শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানান।


এর আগে বুধবার রাত সাড়ে নটা নাগাদ নিহত জওয়ানের কফিনবন্দি মরদেহ পুসিমবিং চা বাগানে তাঁর বাড়িতে পৌঁছয়। ২০০৩ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বিধান ঘিসিং। নিহত জওয়ানের স্ত্রী ও দুই ছেলে রয়েছে।