মোহন প্রসাদ, দার্জিলিং:  ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পাহাড়ে জোট গড়েছিলেন বিমল গুরুং। কিন্তু, বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই তৃণমূলের সঙ্গে বিমলের গোর্খা জনমুক্তি মোর্চার দূরত্ব বাড়তে থাকে। আবার আনুষ্ঠানিকভাবে বিজেপির হাত ধরলেন বিমল গুরুঙ্গ। পাহাড়ের রাজনীতিতে ফের এল নতুন মোড়!


লোকসভা ভোটের আগে তৃণমূলের হাত ছেড়ে ফের বিজেপির হাত ধরলেন বিমল গুরুঙ্গ। দার্জিলিংয়ে বিদায়ী সাংসদ রাজু বিস্তকে ফের প্রার্থী করায় যখন পাহাড়ে বিজেপির অন্দরেই বিদ্রোহ দেখা দিয়েছে।  দলীয় প্রার্থীর বিরুদ্ধে যখন নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। গত ১৫ বছর ধরে দার্জিলিং লোকসভা কেন্দ্র বিজেপির দখলেই। এবার কি রাজুর ওপর ভরসা রেখে বৈতরণী পার হতে পারবে বিজেপি ? শঙ্কার মেঘ জমেছে বিষ্ণুপ্রসাদ শর্মার সিদ্ধান্তে। এই পরিস্থিতিতে  লোকসভা ভোটে পাহাড়ে বিজেপি প্রার্থীকেই সমর্থন করবে বলে ঘোষণা করল গোর্খা জনমুক্তি মোর্চা।


 গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ জানালেন, ' আমাদের যা আলোচনা হয়েছে তাতে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করব। রাজু বিস্ত প্রার্থী তাঁকেও সমর্থন করব।' 


মনোনয়ননের দিন দার্জিলিং শহরে গোর্খা জনমুক্তি মোর্চা বিজেপি প্রার্থীর সমর্থনে মিছিল করা হবে বলেও জানিয়েছেন বিমল গুরুঙ্গ। পঞ্চায়েত ভোটে তৃণমূল ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে হারাতে, পাহাড়ে একজোট হয়েছিল বিমল গুরুঙ্গের গোর্খা জনমুক্তি মোর্চা ও অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। পাহাড়ে তৃণমূলের বিরুদ্ধে সেই জোটে ছিল বিজেপিও। লোকসভা ভোটের আগে বিজেপির হাত ছেড়ে 'INDIA' জোটে যোগ দিয়েছে হামরো পার্টি। এই প্রেক্ষাপটে শুক্রবার বিমল গুরুঙ্গের সঙ্গে দেখা করেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্ত। ফের বিজেপির হাত ধরল বিমল গুরুঙ্গের গোর্খা জনমুক্তি মোর্চা।


এদিকে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা জানান,'এটা নতুন কথা নয়। আগেও বিজেপির সঙ্গে ছিলেন । পঞ্চায়েত নির্বাচনেও বিজেপি ও সবাই মিলে লড়াই করেছিল। এটা নতুন কথা নয়। ' 


অন্যদিকে আবার দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তা ছেত্রী বলেন, ' এটা আমার বলার কিছু নেই। ওদের পার্টি। উনি পার্টির সুপ্রিমো। এটা ওদের সিদ্ধান্ত। হ্য়াঁ, আগে বিধানসভা ভোটের সময় উনি জোট করেছিলেন, ছিল। এখন তো ওঁর দলের ব্য়াপার। আর উনি দলের সুপ্রিমো। যা মনে হয়েছে গণতন্ত্রে করতেই পারেন।'
 
এখানে প্রাক্তন আমলা গোপাল লামাকে প্রার্থী করেছে তৃণমূল। দার্জিলিং লোকসভা আসনে কখনও জিততে পারেনি তৃণমূল। অন্যদিকে দার্জিলিং লোকসভায় প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস নেতৃত্ব। দলের  অবস্থানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা বিনয় তামাং। এখন দেখার বিষয়, লোকসভা ভোটে পাহাড় কোনও চমক দেখায় কি না।   


আরও পড়ুন :


এবার কোন ইস্যু নির্ণয় করবে পাহাড়ের ভোট-ভাগ্য? ১৫ বছরের জয়ের ঐতিহ্য ধরে রাখতে পারবে BJP?