সনৎ ঝা ও মলয় চক্রবর্তী, দার্জিলিং : বাইকে গাড়ির ধাক্কা। স্রেফ এই ঘটনাকে কেন্দ্র করে নাবালক সন্তানের সামনে গাড়ির চালককে পিটিয়ে খুন করার অভিযোগ (Beaten to Death)। প্রতিবাদে বাড়ি ভাঙচুর, আগুন। এশিয়ান হাইওয়েতে আগুন জ্বালিয়ে অবরোধ। রণক্ষেত্র নকশালবাড়ি (Naxalbaru)। পুলিশ ও প্রশাসন গিয়ে বেশ কয়েক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।
দাউ দাউ করে জ্বলল বাড়ি। টায়ার জ্বালিয়ে অবরোধ করা হল এশিয়ান হাইওয়ে। কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ। নাবালক সন্তানের সামনে এক গাড়ির চালককে (Driver) পিটিয়ে খুন করার অভিযোগে রণক্ষেত্র নকশালবাড়ি। ঘটনার সূত্রপাত, মঙ্গলবার রাতে।
স্থানীয় সূত্রে খবর, নাবালক ছেলেকে নিয়ে ডাক্তার দেখিয়ে গাড়ি চালিয়ে ফিরছিলেন নাকশালবাড়ির বিজয়নগরের বাসিন্দা সুনীল নাগাসিয়া (৩৯)। মুড়িবস্তির কাছে একটি বাইককের সঙ্গে ধাক্কা লাগে গাড়ির। শুরু হয় বচসা। অভিযোগ, ছেলের সামনেই সুনীলকে বেধড়ক মারধর করেন এলাকার বাসিন্দারা। পরে বিজয়নগরের বাসিন্দারা খবর পেয়ে সুনীলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজয়নগরের বাসিন্দারা। মুড়িবস্তির ১০-১২টি বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছুটে আসে পুলিশ ও দমকল। বুধবার সকালে হাতিঘিসার কাছে টায়ার জ্বালিয়ে এশিয়ান হাইওয়ে অবরোধ করে ক্ষিপ্ত জনতা। অবরোধের জেরে বন্ধ হয়ে হয়ে যায় যান চলাচল। নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এলে শুরু হয় বচসা। শেষমেশ প্রশাসনের আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি।
আরও পড়ুন- শীর্ষে বীরভূম, রাজ্যে কোন জেলায় কত আসনে জয় এল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ?
নকশালবাড়ি থানা সূত্রে খবর, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
কয়েক সপ্তাহ আগে হুগলির (Hooghly) সাহাগঞ্জে সাইকেল চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে প্রতিবেশীদের বিরুদ্ধে। ডানলপ (Dunlop) কারখানার আবাসন থেকে উদ্ধার হয়েছিল হাঁটু মোড়া অবস্থায় হাত বাঁধা দেহ। খুনের অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। মূল অভিযুক্ত পলাতক।