মোহন প্রসাদ, দার্জিলিং : এবার থেকে দার্জিলিংয়ে ঘুরতে গেলে দিতে হবে কর (Tourist Tax in Darjeeling) ! পর্যটকদের জন্য বিশেষ সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং পুরসভা। জানা যাচ্ছে, দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া পর্যটকদের এবার থেকে মাথাপিছু কর দিতে হবে বলেই সিদ্ধান্ত দার্জিলিং পুরসভার (Darjeeling Municipality)।
পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, তাদের হয়ে কর আদায় (Darjeeling Tax) করবে বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ। দার্জিলিং মিউনিসিপ্যালিটির অধীনে থাকা সমস্ত হোটেল ও হোম স্টে-তে থাকতে যাওয়া সব পর্যটককে এবার থেকে মাথাপিছু দিতে হবে ২০ টাকা করে। প্রসঙ্গত, সোমবার (২৭ নভেম্বর) থেকেই চালু হয়ে গিয়েছে যে নিয়ম। এবার থেকে যে পর্যটকরাই পাহাড়ে যাবেন, তাঁদের গুণতে হবে এই করের অর্থ।
টাকার অঙ্ক যৎসামান্য হলেও কেন এই অতিরিক্ত করের ভাবনা ? পুর কর্তৃপক্ষের দাবি, আয় বাড়াতেই নেওয়া হচ্ছে কর। যদিও এ নিয়ে শুরু হয়েছে জলঘোলা, সব ধরনের কর আদায় সত্ত্বেও কেন পৃথক কর ? প্রশ্ন তুলছে বিরোধীরা।
প্রসঙ্গত, বাঙালির অন্যতম পছন্দের ট্রাভেল ডেস্টিনেশন দার্জিলিং। টাইগার হিল, ঘুম, সান্দাকফু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এবং পিস প্যাগোডা সহ দার্জিলিংয়ে রয়েছে একাধিক জনপ্রিয় পর্যটন গন্তব্য।
দার্জিলিং মানেই আসলে সম্মোহন। দার্জিলিং-এর ঘুমে অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশনটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। ঘুমে গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধও রয়েছে। আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের (toy train) কু ঝিক ঝিক থেকে মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga) মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। অলঙ্কারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলালেবু। দার্জিলিংয়ের উপমা একমাত্র দার্জিলিংয়ই। তাই সেখানে পর্যটকদের আলাদা কর নিয়ে উঠেছে প্রশ্ন। অবশ্য যৎসামান্য বাড়তি মূল্য দিয়ে যদি পাহাড়-সুন্দরীকে স্বচ্ছা রাখার কাজে কিছুটা সাহায্য করা যায়, তাতেই বা ক্ষতি কী, বলেও মত অনেকের।
আরও পড়ুন- হাতে পাথর খোঁড়া শুরু, জলের স্রোতে ব্যাহত ভার্টিক্যাল ড্রিলিং, কবে উদ্ধার হবেন শ্রমিকরা ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।