সনৎ ঝা, দার্জিলিং: বিস্ফোরক অভিযোগ উঠল এবার TMC কর্মাধ্যক্ষের স্বামীর বিরুদ্ধে। তার থেকে কাছ থেকে উদ্ধার হয়েছে DRDO-র নথি এবং তেজস্ক্রিয় বস্তু ! বলাইবাহুল্য বলার অপেক্ষা রাখে না, ঠিক কতটা স্পর্শকাতর কিংবা কতটা ভয়ঙ্কর এই রেডিও অ্য়াকটিভ এলিমেন্ট ! কোথা থেকে কীভাবে এল, তা এখনও প্রকাশ্যে আসেনি।
DRDO-র নথি পাচারের অভিযোগ, নকশালবাড়িতে গ্রেফতার বন দফতরের কর্মী। গ্রেফতার বন দফতরের কর্মী ফ্রান্সিস এক্কা। ধৃত ফ্রান্সিস এক্কা তৃণমূল পরিচালিত নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামী। সেনার গোয়েন্দা বিভাগ ও পুলিশের অভিযানে পাকড়াও বন দফতরের কর্মী। ক্রেতা সেজে অভিযানে বমাল পাকড়াও তৃণমূল কর্মাধ্যক্ষের স্বামী। ধৃতের কাছ থেকে উদ্ধার DRDO-র নথি ও তেজস্ক্রিয় বস্তু।
DRDO-র সরঞ্জাম ও নথি বিক্রির মতো দেশবিরোধী কাজের অভিযোগে গ্রেফতার করা হল নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার স্বামীকে। উদ্ধার তেজষ্ক্রিয় পদার্থ ও প্রতিরক্ষা গবেষণা সংক্রান্ত নথি। ধৃতের ককাছে ওইসব জিনিস কীভাবে এল? খতিয়ে দেখছে পুলিশ। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। Defence Research and Development Organization বা DRDO-র সরঞ্জাম ও নথি বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ। মিরিক পুলিশের হাতে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী।
ধৃতের নাম ফ্রান্সিস এক্কা (৪৭)।তিনি কার্শিয়ঙ বন বিভাগের কর্মী।স্ত্রী অমৃতা এক্কা নকশালবাড়ির পঞ্চায়েত সমিতির সদস্যা। দার্জিলিং জেলার নকশালবাড়ি ব্লকের বেলগাছি চা-বাগান এলাকায় বাড়ি ফ্রান্সিসের। সেখানেই অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ ও দার্জিলিং জেলা পুলিশ।পুলিশ সূত্রে খবর, সেনাবাহিনীর একটি গোয়েন্দা দল নিজেদের ক্রেতা হিসেবে পরিচয় দিয়ে এক্কার সঙ্গে আলাপ করে। DRDO-র সরঞ্জাম ও নথি কেনার জন্য বেলগাছি টি এস্টেটের কাছে ডাকা হয়। সেখানেই তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় তাঁর কাছে থাকা তেজস্ক্রিয় পদার্থ ও নথি।
আরও পড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মারার চেষ্টা করছেন : অর্জুন সিংহ
কিন্তু ধৃতের কাছে ওইসব গোপন জিনিস কীভাবে এল? খতিয়ে দেখছে পুলিশ। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।পুলিশ জানিয়েছে, সেনাবাহিনীর তথ্যের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে তাঁর বাড়ি।ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।