সনৎ ঝা, মোহন প্রসাদ, উমেশ তামাঙ্গ, দার্জিলিং : শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়ায় স্কুলছাত্রীকে মাথা থেঁতলে খুনের ঘটনার প্রতিবাদে গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি ও সিপিআরএমের ডাকা বন‍্ধে ভাল প্রভাব পড়ল দার্জিলিঙে (Darjeeling)। বন্ধ ছিল অধিকাংশ দোকানপাট, বাজার, হাট। রাস্তায় যান চলাচলও ছিল কম। 


শুনশান রাস্তাঘাট। বন্ধ অধিকাংশ দোকানপাট, বাজার। খোলেনি কালিম্পঙের শনিবারের হাট। শিলিগুড়ির মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে মাথা থেঁতলে খুনের প্রতিবাদে গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি ও কমিউনিস্ট পার্টি অফ রেভল্যুশনারি মার্কসিস্টের ডাকে ২৪ ঘণ্টার বনধে ভাল প্রভাব পড়ল পাহাড়ে।

শনিবার সকাল থেকেই দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পঙে ছিল বন‍্ধের আমেজ। বেসরকারি বাস ও গাড়ি চললেও সংখ্য়ায় ছিল কম। তবে রাস্তায় নেমেছিল সরকারি বাস। পর্যটক সৌমিতা ভড় বলেন, 'আজকে যে বন‍্ধ তাতে আমাদের কোনও আক্ষেপ নেই। দোষীকে শাস্তি দেওয়া উচিত। এইভাবে দিনের পর দিন নারীদের ওপর কেন এত অত্য়াচার হবে ? '

গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি ও কমিউনিস্ট পার্টি অফ রেভল্যুশনারি মার্কসিস্টের ডাকা বন‍্ধকে সমর্থন করেছে পাহাড়ের বিভিন্ন সংগঠন। বন‍্ধকে সমর্থন করে জিএনএলফ ও বিজেপি। বন‍্ধের বিরোধিতা করে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, 'আজকের বন‍্ধ গোর্খা জনমুক্তি মোর্চা শুধু নয়, হামরো পার্টি, সিপিআরএম, বিজেপি, জিএনএলফ সমর্থন করেছে। সব পার্টি মিলে বন‍্ধ করেছে। নির্যাতিতার বিচার পাওয়া উচিত। বন‍্ধ সফল হয়েছে। এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়।'

ঘটনায় বিজেপির নিশানায় শাসক দল। শিলিগুড়ির বিজেপি বিধায়ক (BJP MLA) শঙ্কর ঘোষ বলেন, 'ঘটনা যত দূরের প্রতিবাদ তত জোরে। মণিপুরে কিছু হলে মুখ্যমন্ত্রী যান দেড় হাজার কিলোমিটার দূরে। শিলিগুড়ি ৫০০ কিলোমিটার দূরে। স্কুল ছাত্রীর মুখটাকে থেঁতলে পাথর দিয়ে মারা হয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনারের নাকের ডগায়। বাংলার মেয়ে বাঁচতে চায়। এই মুখ্যমন্ত্রীর শাসনে বাঁচা সম্ভব নয়। তাই স্লোগান তুলেছি, পুলিশমন্ত্রীর পদত্য়াগ চাই।'


শিলিগুড়ি পুরসভার মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব বলছেন, 'পুলিশ খুব দ্রুত যথাযথ ব্যবস্থা নিয়েছে। কিন্তু, বনধ করে সাধারণ মানুষের আরও বেশি অসুবিধা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের প্রতিবাদ, বক্তব্য, ক্ষোভ...সেটা স্বাভাবিক, থাকবে। আমরাও তাতে সামিল। আমার মনে হয়, বনধের রাজনীতি করে এই ঘটনার নিন্দা করা একমাত্র পদ্ধতি হতে পারে না। বনধ ছাড়া অন্যভাবে আন্দোলন করা উচিত।'

সোমবার মাটিগাড়ার মোটাজোতে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত ঘরে ১৬ বছরের এক কিশোরীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।
ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।


এদিন শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত মিছিল করে বিজেপি।