জুরিখ: মহিলাদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর স্পেনের মহিলা ফুটবলারকে মঞ্চের ওপর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেছিলেন তিনি। যা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছিল বিতর্ক। এবার সেই বিতর্কিত কাণ্ড ঘটানো স্পেন ফুটবল সংস্থার প্রধান লুইস রুবিয়ালেসকে (Luis Rubiales) তিন মাসের জন্য বহিষ্কার করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA)।


মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় স্পেন (Spain)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুবিয়ালেস স্পেনের মহিলা ফুটবলার জেনি হারমোসোকে চুম্বন করে বসেন। তখনও রুবিয়ালেস বুঝতে পারেননি এর জল গড়াতে পারে বহুদূর। রুবিয়ালেসের বিরুদ্ধে ফিফা তদন্ত প্রক্রিয়া শুরু করে। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। তাঁকে যে পদ খোয়াতে হতে পারে, সেই সম্ভাবনা ছিলই। শনিবার যা বাস্তব হল।


পুরস্কার বিতরণী মঞ্চে জেনি হারমোসোকে চুম্বন করার পর থেকেই স্পেন জুড়ে শুরু হয় তীব্র বিতর্ক। হারমোসো জানান যে, তাঁর এই চুম্বনে মত ছিল না। প্রবল সমালোচিত হন লুইস রুবিয়ালেস। তাঁকে সব মহল থেকে ধিক্কার দেওয়া শুরু হয়। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন যুদ্ধকালীন তৎপরতায় একটি বৈঠক ডাকে। সেখানে প্রেসিডেন্টের আচরণ নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যেই রুবিয়ালেস পদত্যাগ করবেন, এমন খবরও শোনা যাচ্ছিল। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ স্বয়ং রুবিয়ালেসের ওপরে প্রবল ক্ষুব্ধ হয়েছেন বলেই খবর ছিল। এই বিতর্কে আসরে নেমেছেন স্পেনের প্রধানমন্ত্রী। যার ফলে বিষয়টার গুরুত্ব বেড়ে গিয়েছিল বহুগুণে।


রুবিয়ালেস অবশ্য স্বেচ্ছায় পদত্যাগ করতে চাননি। ঘনিষ্ঠমহলে তিনি জানিয়ে দিয়েছিলেন, তিনি পদ ছাড়বেন না। তারপরই চরম সিদ্ধান্ত নিল ফিফা। তবে আপাতত ৯০ দিনের জন্য নির্বাসিত করা হয়েছে রুবিয়ালেসকে। তদন্ত যতদিন না শেষ হচ্ছে। তদন্ত শেষ হলে তারপর বোঝা যাবে. রুবিয়ালেসের শাস্তি ঠিক কী দাঁড়াবে।                                                                                      


আরও পড়ুন: চোট আর করোনার ধাক্কায় নাজেহাল গতবারের চ্যাম্পিয়নরা, এশিয়া কাপের আগেই উদ্বেগ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial