মোহন প্রসাদ ও আবির দত্ত, দার্জিলিং: পাহাড়ে ক্ষণে ক্ষণে বদলে যায় আবহাওয়া। কখনও মেঘ, কখনও আবার চড়া রোদ। পাহাড়ের আবহাওয়ার মতোই ক্ষণে ক্ষণে বদলে যায় পাহাড়ের রাজনীতিও। যেমনটা হল পঞ্চায়েত ভোটে। কাছাকাছি আসছে একসময়ের যুযুধান প্রতিপক্ষ জিএনএলএফ এবং গোর্খা জনমুক্তি মোর্চা। তৃণমূল ও অনীত থাপার দলকে হারাতেই এই মহাজোট তৈরি একসময়ের প্রতিপক্ষদের। সেই মহাজোটে রয়েছে আরও কিছু কিছু দল। যদিও এতে নেই বাম ও কংগ্রেস। 


রাজ্যের শাসকদল তৃণমূল ও জিটিএ-র ক্ষমতাসীন দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে হারাতে একজোট হল বিমল গুরুঙের গোর্খা জনমুক্তি মোর্চা, মন ঘিসিংয়ের জিএনএলএফ, অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই মহাজোটে অন্যতম শরিক হিসাবে রয়েছে বিজেপিও।


বিমল গুরুং গত বিধানসভা ভোটের আগে বিজেপিকে ছেড়ে তৃণমূলকে সমর্থনের কথা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন। সেই মোর্চা সভাপতিই এখন ফের বিজেপি-শিবিরে। তৃণমূল আর অনীত থাপার দলকে রুখতে বিজেপির সঙ্গে হাত মেলানোর কথা বলছেন। গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ বলেন, 'বিজেপি শুধু নয়। পাহাড়ের পরিস্থিতির জন্য় একজোট হয়েছি। ২০২৪-এর লক্ষ্যে মহাজোট নয়। পঞ্চায়েত ভোটে। সম্পর্ক এখনও আছে। সম্পর্ক রাখাও উচিত। এটা পঞ্চায়েতের ব্য়াপার। পঞ্চায়েতে অনেক দুর্নীতি হচ্ছে। সেই জন্য় মহাজোট গড়েছি।'


মহাজোটের জন্য নতুন চিহ্ন:
বিজেপির উদ্য়োগেই রবিবার দার্জিলিংয়ের জিমখানা ক্লাবে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দ্বিস্তরীয় পঞ্চায়েতের যেখানে যে দলের শক্তি বেশি, সেখানে সেই দল প্রার্থী দেবে। যেখানে কোনও দল শক্তিশালী নয়, সেখানে সামাজিক কাজের সঙ্গে যুক্তদের প্রার্থী করা হবে। নতুন একটি চিহ্নের জন্য় আবেদন করা হবে, সেই চিহ্নে লড়বেন মহাজোটের প্রার্থীরা। তবে বিজেপির প্রার্থীরা দলীয় চিহ্নেই লড়বেন।


দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, 'এটা দেখব না যে কে কতটা আসনে লড়ছে। যে গ্রামে যে ব্য়ক্তি সবচেয়ে ভাল প্রার্থী আমরা তাঁকেই সমর্থন করব বলে ঠিক করেছি। ব্য়াপকভাবে চেষ্টা করব অরাজনৈতিক ব্য়ক্তিত্ব যাঁরা গ্রামে রয়েছেন যাঁরা মানুষের জন্য় কাজ করেন তাঁদের প্রার্থী করতে।'


সমর্থন বিনয় তামাংয়ের:
পঞ্চায়েত ভোটে এই মহাজোটকে সমর্থন করেছেন জিটিএ সদস্য বিনয় তামাং। প্রেস বিবৃতিতে তিনি জানিয়েছেন, মহাজোটকে তিনি এবং তাঁর অনুগামীরা সমর্থন করছেন। যদিও তাঁর স্পষ্ট বার্তা শুধুমাত্র পঞ্চায়েত ভোটের জন্যই এই মহাজোটকে সমর্থন করা হবে। ২০২৪ সালের লোকসভা ভোটের কথা মাথায় রেখে জোট হলে সেটাকে তিনি সমর্থন করবেন না বলেও দাবি করেছেন তিনি। বিনয় তামাং বলেন, 'স্বজনপোষণ ও দুর্নীতির বিরুদ্ধে ও তৃণমূলের বিরুদ্ধে যে মহাজোট হচ্ছে তাকে স্বাগত জানাই। পঞ্চায়েত ভোট পর্যন্তই থাকবে জোট। ২০২৪-এ লোকসভা ভোটে বিজেপি থাকবে সেই জোটে আমরা নেই।'


এই শিবিরে মহাজোটে নেই কংগ্রেস ও বামেরা। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, জনবিচ্ছিন্ন কেউ কেউ যদি মনে করেন একসঙ্গে লড়বেন তাহলে লড়বেন। পাহাড়ের মানুষ দেখবেন কারা পাহাড়ের অর্থনীতির উন্নতি করছেন।'


আরও পড়ুন: এক কেজি মধুর দাম গাড়ির দামের সমান! বিশ্বের সবচেয়ে দামি মধু পাওয়া যায় কোন দেশে?