সনৎ ঝা, দার্জিলিং: শিলিগুড়ি পুরভোটের (Siliguri Municipal Election) আগে বিজেপির (BJP) বৈঠকে উত্তরবঙ্গের প্রকল্প নিয়ে নানা প্রতিশ্রুতি। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলল সিপিএম। যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি।


১২ ফেব্রুয়ারি, ভোট হবে শিলিগুড়ি-সহ রাজ্যের চার কর্পোরেশনে।২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে ১০৮ পুরসভায়।এই প্রেক্ষাপটে, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে তুঙ্গে তরজা। 


শুক্রবার, শিলিগুড়ির পুরভোট উপলক্ষে বিজেপি নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী। উপস্থিত ছিলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা। এই বৈঠকেই উত্তরবঙ্গ-সহ বাংলার একাধিক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী।  তিনি বলেন, ফরাক্কা ব্যারেজে ৪ লেন করতে ৫২২ কোটি প্রকল্পের কাজ ডিসেম্বর ২০২২-এ পূরণ হবে। রায়গঞ্জ থেকে ডালখোলা ৪ লেনে ৫৫ কিমি, ডিসেম্বর ২০২২-এর শেষ হবে। ডালখোলা বাইপাস নির্মাণ, মার্চ ২০২২-এর শেষ হবে। ফরাক্কা থেকে রায়গঞ্জ পর্যন্ত ৫২ কিমি রাস্তা তৈরি হচ্ছে।


পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেও বিভিন্ন প্রকল্প নিয়ে প্রতিশ্রুতি দেওয়ায়, বিজেপিকে নিশানা করেছে সিপিএম।  শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য বলেছেন, গোটা রাজ্যে কার্যত আদর্শ আচরণবিধি জারি হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী ডিএমের সঙ্গে মিটিং করছেন, নির্দেশ দিচ্ছেন। বিধিভঙ্গ হচ্ছে। পাশাপাশি নিতিন গড়কড়ী,ভার্চুয়ালি মিটিং করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন সেতু হবে-রাস্তা হবে। কমিশনের এগুলি দেখা উচিত। একদিকে রাজ্য ও অন্যদিকে কেন্দ্র এগুলি করছে।


সিপিএমের তোলা বিধিভঙ্গের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল ও বিজেপি।  বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন,ওনারা যখন ক্ষমতায় ছিলেন প্রতিশ্রুতি দেননি না কি? আসলে বামেরা তো শেষ, তাই এগুলি বলছেন। নির্বাচনের সময়ে তো প্রতিশ্রুতি দেওয়া হয়।


শিলিগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন সরকার বলেছেন, মুখ্যমন্ত্রী ডিএম-দের সঙ্গে বৈঠক করবেন না তো কি উনি করবেন! মুখ্যমন্ত্রী যথেষ্ট দায়িত্বশীল। ওনাকে সেসব নিয়ে বলতে হবে না।


তৃণমূল-বিজেপি বিধিভঙ্গের অভিযোগ মানতে না চাইলেও, রাজ্য নির্বাচন কমিশনে দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন অশোক ভট্টাচার্য।