সনৎ ঝা ও মলয় চক্রবর্তী, শিলিগুড়ি : আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। জাস্টিসের দাবিতে পথে নেমেচেন রাজ্যের অধিকাংশ মানুষ। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত বা অভিযুক্তদের ফাঁসির দাবিও উঠেছে। এই আবহে এবার এক স্কুলপড়ুয়া নাবালিকাকে ধর্ষণ করে পাথর দিয়ে মুখ থেতলে খুনের ঘটনার সাজা ঘোষণা হল। ওই ঘটনায় আজ শিলিগুড়ি POCSO কোর্ট দোষী মহম্মদ আব্বাসকে মৃত্যুদণ্ড দিল। বিরলতম ঘটনার জেরেই সর্বোচ্চ সাজা ঘোষণা।


কী হয়েছিল ?


২০২৩ সালে ২২ আগস্টের ঘটনা । স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। পরে একটি পরিত্যক্ত ঘেরা জায়গা থেকে তার মৃতদেহ উদ্ধার করেছিল মাটিগাড়া থানার পুলিশ। এই ঘটনার পর নাবালিকার বাড়ি গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিবারের সঙ্গে দেখা করে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছিলেন তিনি।


এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই CCTV সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। তারপর এই মামলা ওঠে শিলিগুড়ি POCSO আদালতে। প্রায় এক বছর বিচারপ্রক্রিয়া চলার পর এদিন সাজা ঘোষণা হওয়ায় খুশি পরিবার।  


প্রায় এক মাস হতে চলল। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। ঘটনায় এক অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়। কিন্তু, এই ঘটনায় কি সে একাই জড়িত ? নাকি আরও কেউ রয়েছে ? তা এখনও স্পষ্ট হয়নি। আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। এই পরিস্থিতিতে ঘটনার প্রতিবাদে রাজপথে নেমেছেন সাধারণ মানুষ। তিলোত্তমার দেহ উদ্ধারের পর থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে নাগরিক সমাজ। তাঁদের আন্দোলনে সামিল হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। শুধু তা-ই নয়, যতদিন না সুবিচার মিলছে, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে স্পষ্ট ভাষায় জানিয়েও দিয়েছেন আন্দোলনকারীর। এদিকে অভয়ার বিচারের দাবিতে আরজি কর মেডিক্যাল কলেজ চত্বরেই টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের সেই আন্দোলনেও সামিল হয়েছেন বিভিন্ন স্তরের মানুষ। এই পরিস্থিতিতে অভিযুক্ত বা অভিযুক্তদের ফাঁসির দাবি উঠেছে। অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছে তিলোত্তমার পরিবারও। RG Kar Case 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে