দার্জিলিং :  উত্তরবঙ্গে এই সপ্তাহেই বর্ষা প্রবেশ করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় ওপরের দিকের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি  হতে পারে। আর উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলায় তাপপ্রবাহ চলবে, যদিও সঙ্গে চলবে ভারী বৃষ্টি। আরও পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।  উত্তরবঙ্গের সব জেলাতে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার কথা। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী ৪৮ ঘন্টায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ধস নামার আশঙ্কাও রয়েছে। এর ফলে পার্বত্য পাদদেশে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। 


আজ দার্জিলিংয়ের আবহাওয়া - 


বৃষ্টিপাত: 34%
আর্দ্রতা: 93%
বাতাস: 5 কিমি/ঘন্টা


আজ শৈলশহরের আবহাওয়া কেমন