দার্জিলিং : ঝকঝকে দিন । ঝলমলে কাঞ্চনজঙ্ঘা । ম্যালের গা ঘেঁষে শিরশিরিয়ে দেওয়া হাওয়া। টাইগার হিলের পথে পর্যটকদের উৎসুক ভিড়। স্মৃতিটুকু বন্দি করতে চাওয়া ভ্রমণপিপাসুদের ক্যামেরা হাতে অপেক্ষা। কখনও আরও ঝলমলিয়ে উঠবে কাঞ্চনজঙ্ঘা।  ঘুম ভেঙেছে শৈলশহরের। তাপমাত্রা নেমেছে আরও। 

 

আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের (toy train) কু ঝিক ঝিক...মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga)মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। অলঙ্কারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলালেবু। দার্জিলিং মানেই সম্মোহন। দার্জিলিং (Darjeeling) মানে রূপেও ভুলে যাওয়া, ভালবাসাতেও। এ রাজ্যের উত্তর অংশে অবস্থিত দার্জিলিং জেলা। মনোরম শৈলশহরের গর্ব করার মতো সম্পদের শেষ নেই। পাহাড়ি আমেজ, বিশ্ববিখ্যাত চা (tea garden), তিস্তা (tista)লাস্য, বাংলার বহু মণীষীর বাড়ি দার্জিলিং।

 

আজ দার্জিলিং এর  আবহাওয়া কী বলছে - 


         
দিন সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা   কেমন আবহাওয়া
২০-Dec ৪.০ ১১.০   মূলত পরিষ্কার আকাশ
২১-Dec ৪.০ ১১.০   মূলত পরিষ্কার আকাশ
২২-Dec ৪.০ ১১.০   মূলত পরিষ্কার আকাশ
২৩-Dec ৫.০ ১১.০   মূলত পরিষ্কার আকাশ
২৪-Dec ৫.০ ১২.০   মেঘলা আকাশ
২৫-Dec ৫.০  ১২.০   মেঘলা আকাশ

 

বিকেল ৪.৪৭ আজ সূর্যাস্ত (IST)

সকাল ০৬:২১ আগামীকাল সূর্যোদয় (IST)

কাল ভোর 0৬:২২ চন্দ্রাস্ত (IST)

বিকেল ৪:৫০ চন্দ্রোদয় (IST)