বাচ্চু দাস, শিলিগুড়ি : দিনকয়েক আগেই পরিশ্রুত পানীয় জল না পেয়ে চরম জলকষ্টের মধ্যে পড়তে হয়েছিল শিলিগুড়ির বাসিন্দাদের। ক্ষোভ ছড়ায় তাঁদের মধ্যে। এবার সেই শিলিগুড়িতেই পুরনিগমের পানীয় জল বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে জলের লাইন দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ভক্তিনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতের নাম নীতেশ মণ্ডল। সে শিলিগুড়ির রথখোলা এলাকার বাসিন্দা।
অভিযোগ, শিলিগুড়ি পুরনিগমের পানীয় জল বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে জলের লাইন দেওয়ার নাম করে শহরের বিভিন্ন এলাকায় বহু মানুষের কাছ থেকে ১০ হাজার টাকা করে নিয়েছিল ওই যুবক। ঠিক একইভাবে প্রতারণা করতে গিয়ে এবার ধরা পড়ে যায় সে। শালুগাড়ায় এলাকায় এক ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলে তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছিল। ঘটনার পরই ওই ব্যক্তি বুঝতে পারেন ভুয়ো আধিকারিক। ঘটনার পরই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যক্তি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। এরপর ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।
দিন কয়েক আগেই পরিশ্রুত পানীয় জল না পেয়ে, চরম জলকষ্টের মধ্যে পড়তে হয়েছিল শিলিগুড়ির বাসিন্দাদের। বিক্ষোভ, মেয়রের পদত্যাগ দাবি, শিলিগুড়ি পুরসভার সামনে ধুন্ধুমার। গত কয়েক দিন ধরে এই ছবিই দেখা গেছে শিলিগুড়িতে। জল কিনতে দোকানের সামনে লম্বা লাইন পড়ে যায়। সিপিএমের প্রতিবাদ মিছিল ঘিরে তুলকালাম বাধে। শিলিগুড়ির মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ, ওঠে চোর চোর স্লোগান। জল-দূষণ নিয়ে তৃণমূলকে নিশানা করে বাম-বিজেপি।
পুরসভা সূত্রে জানা গিয়েছিল, ১৫ দিন ধরে তিস্তার বদলে মহানন্দার জল শোধন করে সরবরাহ করা হচ্ছিল। কিন্তু পরীক্ষা করে জানা যায়, সরবরাহ করা জলের মধ্যে Biochemical Oxygen Demand বা BOD- র পরিমাণ প্রতি লিটারে ২ দশমিক ৯ মিলিগ্রাম। যা শূন্য থাকার কথা। এই প্রেক্ষিতেই পুরসভার সরবরাহ করা পানীয় জল না খাওয়ার আবেদন জানিয়েছিলেন মেয়র। অবশেষে পানীয় জলের সমস্যা মেটে।তিস্তার পরিশ্রুত পানীয় জল পেলেন বাসিন্দারা। সপ্তাহব্যাপী দুর্ভোগের পর অবশেষে স্বস্তি মেলায় হাঁফ ছেড়ে বাঁচে শিলিগুড়িবাসী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।