তুহিন অধিকারী, বাঁকুড়া: পোড়া (burnt) গাড়ি (car), তার মধ্য়ে দেহ (body)। সব মিলিয়ে রহস্য়ের খাসমহল। বাঁকুড়ার (bankura) সোনামুখী থানার পাঁচাল এলাকার ফকিরবাঁধ জঙ্গলের এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে গোটা এলাকায়। কোথা থেকে কী ভাবে এই ঘটনা ঘটল, এখনও স্পষ্ট নয়। তবে যে ভাবে বিষয়টি নজরে এসেছে তার পর চাঞ্চল্য বেড়েছে স্বাভাবিক নিয়মেই।
কী ভাবে নজরে?
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এদিন সকালে পথচলতি মানুষজন হঠাতই দেখেন জঙ্গলের মধ্যে দাঁড়ানো একটি মারুতি সেলেরিও গাড়ি দাউদাউ করে জ্বলছে। খবর পৌঁছয় পুলিশের কাছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সোনামুখী থানার আধিকারিকরা। কিন্তু ততক্ষণে গোটা গাড়িটিই অগ্নিদগ্ধ হয়ে গিয়েছে। তখনই নজরে আসে, গাড়ির সামনের আসনে থাকা এক ব্যক্তি পুড়ে গিয়েছেন। দেহ নিথর। কী ভাবে ঘটল এই ঘটনা? ইচ্ছাকৃত ভাবে গাড়িতে আগুন ধরানো হয়েছিল নাকি দুর্ঘটনার জেরেই এই পরিণতি, এখনও স্পষ্ট নয়। পুলিশ ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। রহস্যের খাসমহল তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
ফিরে আসছে পুরনো স্মৃতি...
এদিনের ঘটনায় বছরখানেক আগেকার কিছুটা একই রকম এক ঘটনার কথা মনে করিয়ে দিতে পারে। পূর্ব বর্ধমানের জামালপুর থানার হৈবতপুর এলাকা। সেখান থেকেই এক অজ্ঞাতপরিচয় মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ঘিরে হইচই পড়ে গিয়েছিল। সেবার দামোদর নদের পাড়ের জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল ওই মহিলার দেহ। স্থানীয় বাসিন্দারাই প্রথম ওই মহিলার অগ্নিদগ্ধ দেহ দেখতে পান। পুলিশকেও খবর দিয়েছিলেন তাঁরাই। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের পুলিশমর্গে পাঠায়। প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল, দেহ যতক্ষণে উদ্ধার করা হয়, তত ক্ষণে শরীরের অধিকাংশ অংশই পুড়ে যায়। ফলে মহিলার বয়স অনুমান করা যায়নি। কিন্তু কেন অগ্নিদগ্ধ হলেন ওই মহিলা? কারাই বা ওই ঘটনার সঙ্গে জড়িত? রহস্য ঘনাতে শুরু করে ঘটনাটি নিয়ে। তদন্ত শুরু করে জামালপুর থানার পুলিশ।
তার পর এদিনের ঘটনা। কী ভাবে কোথা থেকে লাগল আগুন? গাড়ির মধ্যে যিনি ছিলেন তিনি কি চালক নাকি গাড়ির মালিক নাকি অন্য় কেউ? তাঁকে কি খুন করে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়? নাকি জীবিত অবস্থাতেই আগুন লাগানো হয় গাড়িতে? নাকি গোটাটাই দুর্ঘটনা? কিন্তু সেক্ষেত্রে জঙ্গলের মধ্য়ে গাড়িটি এল কী ভাবে? প্রশ্ন অনেক। উত্তর খুঁজছে পুলিশ।
আরও পড়ুন:সংঘাতের আবহেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে শুভেন্দু অধিকারী, কেন?