West Bengal Live Blog: শুভেন্দুর সাসপেনশনের প্রতিবাদে উত্তাল বিধানসভা, মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন টানা স্লোগান, উত্তপ্ত বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপির

West Bengal Live Update: শহর থেকে জেলা, সব খবর জেনে নিন এক মুহূর্তে

ABP Ananda Last Updated: 12 Mar 2025 03:47 PM

প্রেক্ষাপট

কলকাতা: কুমোরটুলির পর কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ঘোলার কাছে ট্রলি ব্যাগে দেহ উদ্ধার। মৃতের হাত-পা-মুখ টেপ দিয়ে বাঁধা ছিল। অ্যাপ ক্যাবে করে আকাশি রঙের ট্রলি ব্যাগে দেহ পাচারের চেষ্টা...More

West Bengal News Live Update: কুমোরটুলির পর কল্যাণী এক্সপ্রেসওয়ে, ঘোলার কাছে ফের রাস্তার ধারে ট্রলি ব্যাগে দেহ !

কুমোরটুলির পর কল্যাণী এক্সপ্রেসওয়ে। ঘোলার কাছে ফের রাস্তার ধারে ট্রলি ব্যাগে দেহ। ব্যবসার কাজে টাকা নিয়ে ফেরত দিতে টালবাহানা করায় খুন করে বিজনেস পার্টনার, দাবি পুলিশের।