কলকাতা: প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে। তাঁর মৃত্যুতে মূর্হ্যমান গোটা দেশ। ট্যুইট আর শোকজ্ঞাপনে ভরে গিয়েছে সোশাল মিডিয়াও। কেউ অডিটোরিয়ামের দমবন্ধকর পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ আবার দুষেছেন উদ্যোক্তাদের। এবার কেকে-র মৃত্যুতে সরব তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যও। এ দিন ফেসবুকে তিনি লিখেছেন, 'গ্র্যান্ডের মত এমন একটি ফাইভ স্টার হোটেলে চিকিৎসক নেই? তাহলে কিসের ফাইভ স্টার? লাখ লাখ টাকা বিল করেন অথচ চিকিৎসক রাখতে পারেন না পয়সা দিয়ে?' হাসপাতাল নিয়ে প্রশ্ন তুলে দেবাংশুর মন্তব্য, 'কাছাকাছি এত হাসপাতাল থাকতে অত দূরে কি না নিয়ে গেলেই হচ্ছিল না? তার টিমের লোকেদের এই অদ্ভুত বুদ্ধি কে দিয়েছিল? সময়টাই এ ক্ষেত্রে মূল, গোল্ডেন টাইম পেরিয়ে গেলে আর কিছু করার থাকে না।'
উল্লেখ্য, গতকাল শিল্পীর মৃত্যুতে নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। দমবন্ধ হয়ে কেকে অসুস্থ হয়ে গিয়েছেন বলেও মত অনেকের। ইতিমধ্যেই নজরুল মঞ্চ পরিদর্শনে KMDA-র কর্তারা। গতকাল কে কে-র অনুষ্ঠানের ব্যবস্থাপনায় কোনও ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে এদিন KMDA-র ডিজি সুপ্রিয় মাইতির নেতৃত্বে ঘটনাস্থলে যায় এখটি প্রতিনিধিদল। নজরুল মঞ্চের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ঠিকঠাক কাজ করছে কিনা খতিয়ে দেখেন তাঁরা। উদ্যোক্তাদের তরফে ব্যবস্থাপনায় গাফিলতি ছিল বলে দাবি করেছেন KMDA-র প্রতিনিধিরা। এ ধরনের ঘটনা আটকাতে ভবিষ্যতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে KMDA।
আরও পড়ুন: North 24 Parganas Weather Update: আজ কত উত্তর ২৪ পরগণার তাপমাত্রা?
যদিও কে কে-র অনুষ্ঠানের উদ্যোক্তাদের দাবি, ৩ হাজার টিকিট ছাপানো হয়েছিল। কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। ভিড় সামলাতে গিয়ে কয়েকজন আক্রান্ত হন। অডিটোরিয়ামে এসি চলছিল। শিল্পী অনুষ্ঠান শেষ করে হাত নাড়তে নাড়তে বেরিয়ে যান। দাবি উদ্যোক্তাদের।
উল্লেখ্য, এদিন কেক-র মৃত্যু প্রসঙ্গে অনুপম হাজরা লিখেছেন, ‘একজন অসাধারণ প্রতিভাবান শিল্পীকে একটি বদ্ধ ঘরে দমবন্ধ করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য, অনুষ্ঠানের আয়োজকদের অ্যারেস্ট করা উচিত। যদিও সেটা হবে না, কারণ এটা পশ্চিমবঙ্গ।’ কে কে এর মৃত্যুর প্রেক্ষিতে ট্যুইট করে মন্তব্য বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার।