অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ডিসেম্বর শেষের পথে। কিন্তু, শীত কার্যত উধা (Winter)। আবহাওয়ার খামখেয়ালিপনায় ঘরে ঘরে বাড়ছে অসুখ। বিশেষজ্ঞদের দাবি, ডেঙ্গির জীবাণুবাহক মশার বংশবৃদ্ধি করার জন্যও এখনকার আবহাওয়া আদর্শ (Dengue Situation)। তাই মশাবাহিত রোগ থেকে বাঁচতে যা যা সতর্কতা নেওয়া দরকার, তার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা (Kolkata Municipal Corporation)।


বিশেষজ্ঞদের দাবি, ডেঙ্গির জীবাণুবাহক মশার বংশবৃদ্ধি করার জন্যও এখনকার আবহাওয়া আদর্শ


জানুয়ারির দোরগোরায় দাঁড়িয়েও শীতের দেখা নেই। উল্টে ডিসেম্বরের শেষ সপ্তাহে গত ৫০ বছরে এমন উষ্ণতম দিন দেখেনি কলকাতা। আর তাপমাত্রার এই খামখেয়ালিপনায় ফের ডেঙ্গি, ম্যালেরিয়া-সহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপ বাড়ার অশনি সংকেত দেখছেন বিশেষজ্ঞরা।

সাধারণত তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে গেলে ডেঙ্গি মশার উপদ্রব কমে যায়। কিন্তু বিশেষজ্ঞদের দাবি, বর্তমানে আবহাওয়া যেরকম রয়েছে, তা ডেঙ্গির জীবাণুবাহক মশার বংশবৃদ্ধি করার জন্য আদর্শ। ফলে কোনও সামান্য আর্দ্র পরিবেশ পেলেই ডিম পাড়ায় সক্ষম হয় মশারা। তার উপর কোনও জায়গায় যদি জল জমে থাকে, তাহলে তো আর রক্ষা নেই। 


আরও পড়ুন: Bankura: ৮০ শয্যার বিশেষ পরিকাঠামো! করোনা মোকাবিলায় সাজছে বাঁকুড়া মেডিক্যাল

এই পরিস্থিতিতে জল জমিয়ে না রাখা, টায়ার বা বড় বড় শোলার বাক্সের ক্ষেত্রে যদি তাতে আর্দ্র পরিবেশ থাকে, তাহলে সেগুলি বারবার ঠুকে নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। যাতে সেগুলিতে মশার ডিম থাকলে তা পড়ে যায়।


কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "তাপমাত্রা বেড়ে গিয়েছে। মশা তার আদর্শ পরিবেশ পেয়ে গিয়েছে। টায়ার শোলার বাক্স জঞ্জালের জায়গায় ফেলবেন না। জল ঝেড়ে ফেলবেন।"


সাধারণত তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে গেলে ডেঙ্গি মশার উপদ্রব কমে যায়

করোনার প্রকোপ কমার পর পুজোর আগে ভয়ানক আকার ধারণ করেছিল ডেঙ্গি। তাপমাত্রা কিছুটা কমায়, সেই অবস্থা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু বর্তমানে উষ্ণতা ফের বাড়ায়, সবাইকে সতর্ক থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা।


বুধবারও রাজ্যজুড়ে কুয়াশার দাপট


এ দিকে, বুধবারও রাজ্যজুড়ে কুয়াশার দাপট। কমতে পারে দৃশ্যমানতা। আজ সকালে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকলেও, বেলা গড়ালে তা পরিষ্কার হবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। তবে বিকেলের পর থেকেই পাল্টাবে আবহাওয়া। দখিনা বাতাস পিছু হঠলেও বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। কাল থেকে ফের
নামবে পারদ। বছর শেষে ফিরবে শীতের আমেজ। 


সোমবার থেকে টানা তিন দিন তাপমাত্রা কুড়ির উপরে। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে  যা ২ ডিগ্রি বেশি।