কলকাতা: আজ সকাল থেকেই আবহাওয়ার বদল দক্ষিণবঙ্গে। গতকাল যেখানে ছিল গনগনে রোদ, অসম্ভব গরম। আজ সেখানেই হালকা বৃষ্টি আর আরামদায়ক আবহাওয়া। সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ আর তার আশেপাশের এলাকায়। গরমও বেশ অনেকটা কম। আজ সারাদিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়াও? এক ঝলকে দেখে নেওয়া যাক। 

নিম্নচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে। উত্তর বঙ্গোপসাগরে দমকা ঝোড়ো বাতাস। আজ বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ২৭ শে জুলাই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা। বাড়বে নদীর জলস্তর, নিচু এলাকা নতুন করে প্লাবিত হবার আশঙ্কা।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। চায়না ও ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফার(WIPHA) অংশ মিশে ঘূর্ণাবর্ত আরো শক্তিশালী। আগামী ২৪ ঘন্টায় তৈরি হবে নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর কারিনার মিরাট বারানসি জামসেদপুর ও দীঘার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। রাজস্থান হিমাচল প্রদেশ জম্মু ও কাশ্মীর এবং আসামের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব আরবসাগর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অক্ষরেখা। গুজরাট তেলেঙ্গানা অন্ধপ্রদেশ এর ওপর দিয়ে এসেছে এই অক্ষরেখা। 

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। কোথাও কোথাও বেশ কিছুক্ষণের একটানা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং দু-এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা।

শুক্রবার মূলত মেঘলা; আকাশ নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে।ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হুগলি হাওড়া ও কলকাতা জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা দমকা ঝোড়ো বাতাস বইবে। 

শনি রবিবার, সপ্তাহান্তেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি  বীরভূম জেলাতে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে।  পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে  বীরভূম মুর্শিদাবাদ জেলাতে।