Continues below advertisement

কলকাতা : আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গত ৮ জানুয়ারি গভীর নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরের উপর, ৫.৫° উত্তর অক্ষাংশ এবং ৮৪.৮° পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি অবস্থান করছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল,গভীর নিম্নচাপটি ৩৬ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ।        

তাপমাত্রার কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই  

Continues below advertisement

আবহাওয়া দফতরের শনিবারের বুলেটিন বলছে, আগামী দুই সপ্তাহের পূর্বাভাস, ৯  থেকে ২২ জানুয়ারি, উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় অঞ্চলেই প্রধানত শুষ্ক আবহাওয়াই থাকবে। প্রথম সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় অঞ্চলেই সর্বনিম্ন তাপমাত্রার কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।               

৯  থেকে ২২ জানুয়ারি                     

চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ২-৩°C কম থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় এটি স্বাভাবিকের চেয়ে প্রায় ২°C সামান্য কম থাকার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় অঞ্চলের কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং উত্তরবঙ্গের বিচ্ছিন্ন কিছু স্থানে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।                    

১৬ থেকে ২২ জানুয়ারি           

এরপর ১৬ থেকে ২২ জানুয়ারি, উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় অঞ্চলেই প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় সপ্তাহের প্রথমার্ধে উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় অঞ্চলেই সর্বনিম্ন তাপমাত্রার কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই এবং দ্বিতীয়ার্ধে উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় অঞ্চলের কয়েকটি স্থানে তাপমাত্রা প্রায় ২°C সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২°C সামান্য কম থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে এটি স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।          

আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহে আরও ৪-৫ দিন শীতের এই দাপট বজায় থাকবে। তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না।