দেগঙ্গা: দেরিতে আসায় খাতায় সই করতে দেননি অঙ্গনওয়াড়ি শিক্ষিকা। শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনির বিরুদ্ধে। ঘটনায় প্রবল উত্তেজনা দেগঙ্গার দোহাড়িয়া গ্রামে। অঙ্গনওয়াড়ি রাঁধুনিকে মারধর করেন স্থানীয় বাসিন্দারাও। রাঁধুনিকে আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা। 


ICDS কর্মীর রহস্যমৃত্যু: এর আগে বাঁকুড়ার ইন্দপুরে ICDS কর্মীর রহস্যমৃত্যু। বাড়ির উঠোন থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। সুদের কারবার করতেন মা, সেই আক্রোশেই খুন করা হতে পারে বলে আশঙ্কা মৃতের ছেলের। মৃতের নাম ভারতী গোস্বামী। ইন্দপুরের বাড়িতে একাই থাকতেন বছর একান্নর ICDS কর্মী। স্বামী-ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকেন। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধেয় মাকে ফোনে না পেয়ে প্রতিবেশীদের কাছে খোঁজ নেন ভারতীর মেয়ে। স্থানীয়রা বাড়িতে গিয়ে ICDS কর্মীকে রক্তাক্ত অবস্থায় উঠোনে পড়ে থাকতে দেখেন। 


আশা কর্মীর বাড়ির সামনে বিক্ষোভ: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আবাস তালিকা থেকে নাম কেটে দেওয়ার অভিযোগে আশা কর্মীর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিডিও অফিসে তালিকা পাঠিয়েছিলাম, নাম কাটার বিষয়ে জানি না, দাবি আশা কর্মীর। পাল্টা বিক্ষোভকারীদের বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ জানিয়েছেন তিনি। 


অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ: প্রধানমন্ত্রী আবাস যোজনায় সমীক্ষায় কারচুপির অভিযোগ তুলে মুর্শিদাবাদের ভগবানগোলার সুলতানপুরে অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, ওই ICDS কর্মী প্রকৃত প্রাপকদের নাম কেটে দিয়ে পাকা বাড়ির মালিকদের নাম আবাস-তালিকায় রেখেছেন। আজ সকালে ICDS কর্মী ভগবানগোলা ১ নম্বর ব্লকের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের সুলতানপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়া মাত্র তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে ওই অঙ্গনওয়াড়ি কর্মীকে উদ্ধার করে। ICDS কর্মীর দাবি, সমীক্ষা রিপোর্ট ব্লক অফিসে পাঠানো হয়েছে। প্রশাসনই চূড়ান্ত তালিকা তৈরি করেছে। 


প্রকৃত প্রাপকদের নাম কেটে দিয়ে পাকা বাড়ির মালিকদের নাম রাখা হয়েছে আবাস তালিকায়। টাকার বিনিময়ে তালিকায় নাম তোলা হয়েছে। এই অভিযোগে মুর্শিদাবাদের ভগবানগোলায় অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। প্রশাসনের ঘাড়েই দায় চাপিয়েছেন ICDS কর্মী। দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।