কলকাতা: পদ্মে ঢেকেছে দিল্লি। ২৬ বছর পর রাজধানী দখল করে নিয়েছে বিজেপি। ইতিমধ্য়েই বিজেপি নেতা ধর্মেন্দ্রপ্রধানের মুখে শোনা গিয়েছে এরপরের লক্ষ্য, বাংলা দখলের কথা। যদিও অতীতেও ডবল ইঞ্জিন সরকারের কথা বারবার আওড়াতে শোনা গিয়েছে শাহ-মোদিকেও। বরাবরের মতো এবারেও তা নিয়ে খুব একটা হেলদোল নেই, তৃণমূল সুপ্রিমোর। বাংলার নির্বাচন নিয়ে স্পষ্ট করে দিলেন মমতা।
এদিন তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি। হরিয়ানায় আপ কংগ্রেসকে সাহায্য করেনি। দু'দল একসঙ্গে থাকলে এই ফল হত না। বাংলায় কাউকে দরকার হবে না। এখানে কংগ্রেসের কিছু নেই, আমরা একাই যথেষ্ট। দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে ২৬-এর ভোটে আমরাই ফিরব।'আজ দুপুরে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু। তার আগে বিধানসভা ভবনে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক। দলের রাশ তাঁরই হাতে, ফের বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'তৃণমূলের ছাত্র-যুব যাবতীয় শাখা সংগঠন এবং ব্লক কমিটি গঠনে তোড়জোড় শুরু করুন', বিধায়কদের বললেন তৃণমূলনেত্রী, ৩টি করে নামের তালিকা জমা দিতে নির্দেশ। অরূপ বিশ্বাসের কাছে ৩টি করে নামের তালিকা জমা দিতে নির্দেশ, 'বিধায়কদের নামের তালিকা জমা পড়লে তবে কমিটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।'
মহিলাদের মাসে ২ হাজার ১০০ টাকা দেওয়া থেকে শুরু করে, অটো-ট্যাক্সি চালকদের জীবনবিমা। বড় বড় প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কেন দিল্লি হাতছাড়া হল আম আদমি পার্টির? কেন কেজরিওয়ালকে আর কুর্সিতে দেখতে চাইলেন না দিল্লিবাসী? কেন তাঁরা ভরসা রাখলেন ডবল ইঞ্জিন সরকারে? দিল্লির ভোটের ফলাফল নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লির উন্নয়নের চেষ্টা করেছি। এখনও আমরা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। মানুষের সুখে দুঃখে পাশে থাকব।'১০ বছরের উপর শাসক থেকে এক ধাক্কায় বিরোধী আসনে। কিন্তু, এক যুগ আগে যে মানুষটাকে চোখ বন্ধ করে ভরসা করেছিলেন দিল্লির বাসিন্দারা। সেখানে আজ তারাই কেন অরবিন্দ কেজরিওয়ালের বিরোধীদের আসনে পাঠিয়ে দিলেন? কেন কার্যত ঝাড়ুকে যমুনার জলে ছুড়ে ফেলে, হাতে পদ্ম তুলে নিলেন দিল্লিবাসী? এই প্রশ্নের উত্তরে সবার প্রথমেই যে ইস্যুটাকে রাজনৈতিক বিশেষজ্ঞরা রাখছেন, তা হল - দুর্নীতি।
আরও পড়ুন, ভাঙল আত্রেয়ী নদীর বাঁধ ! উল্টে গেল ঘাটে নামার সিঁড়ি, ভাসতে পারে বালুরঘাট ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)