রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : সরকারি মতে সংখ্যাটা এখনও ৩। বেসরকারি মতে সংখ্যাটা ছুঁয়ে গেল ৫২। একই দিনে তিন তিনজন রাজ্যের বাসিন্দাকে ডেঙ্গিতে হারাতে হল আমাদের। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ মুর্শিদাবাদের বাসিন্দা সুদাম ঘোষের (৪৫) মৃত্যু হয়েছে।


পুজোর আগে কলকাতা (Kolkata Dengue Scare) ও সংলগ্ন এলাকায় ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি। আনন্দ-উৎসবের আগেই দিকে দিকে স্বজন হারানোর যন্ত্রণা। হু হু করে বাড়ছে মৃত্য়ু মিছিল। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে মুর্শিদাবাদের বাসিন্দার। কলকাতায় গাড়ি চালাতেন তিনি। জ্বর নিয়ে বাড়ি ফেরার পর প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যার পরে অবস্থার অবনতি হওয়াতে তাঁকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, খুব খারাপ শারীরিক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল ওই ব্যক্তিকে। সবরকম চেষ্টা করা হলেও তাঁকে বাঁচানো যায়নি। 


এদিকে, এদিনই কলকাতা সংলগ্ন এলাকায় ডেঙ্গির জেরে জোড়া মৃত্যু হয়েছে। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্য়ু হল দক্ষিণ দমদম (South Dumdum Area) এবং ঠাকুরপুকুরের (Thakurpukr) দুই বাসিন্দার। সোমবার, উল্টোডাঙার নর্থ সিটি নার্সিংহোমে মৃত্য়ু হয়, দক্ষিণ দমদম পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের লেকটাউনের শ্য়ামাপ্রসাদ কলোনির বাসিন্দা, শ্য়ামলী বন্দ্য়োপাধ্য়ায়ের (৫৮)। ডেঙ্গি আক্রান্ত তাঁর মেয়েও। পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগায় নার্সিংহোমে ভর্তি করা হয় রোগীকে। এই নিয়ে শুধু দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ডেঙ্গিতে মৃত্যু হল ৯ জনের।


অন্য়দিকে, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্য়ু হল, কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ড, ঠাকুরপুকুরের বাসিন্দা, পরেশ সাউ নামে এক ব্য়ক্তির। ৬৩ বছরের ওই ব্যক্তিকে শুক্রবার নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধেয় মারা যান তিনি। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, একটু বৃষ্টি হলেই জল জমে যায় এলাকায়। আর সেই জমা জলে জন্ম নেয় মশার লার্ভা ।                                                           


আরও পড়ুন- প্রাণঘাতী ডেঙ্গির বলি আরও এক, রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে ৫০ জনের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial