সৌভিক মজুমদার, কলকাতা: 'স্থায়ী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আইনত রাজ্যের সব কলেজে ছাত্র সংসদের নির্বাচন সম্ভব নয়', প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (Advocate general)। রাজ্যপালের উপাচার্য নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। সেই কারণেও এই মুহূর্তে ছাত্র সংসদের নির্বাচন সম্ভব নয়, জানালেন অ্য়াডভোকেট জেনারেল। রাজ্যের প্রায় ৫০০ কলেজের ছাত্র সংসদের নির্বাচনের দাবি জানিয়ে মামলা দায়ের । মামলা দায়ের করেন প্রেসিডেন্সির এক ছাত্র রিশভ সাহা ।  সেই মামলার প্রেক্ষিতে রাজ্যের অবস্থান জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর মামলার শুনানি ২ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। । 


বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকলে ছাত্র ভোট সম্ভব নয়। আইনি বাধার কথা উল্লেখ করে হাইকোর্টে (Calcutta High Court) জানাল রাজ্য সরকার। রাজ্যের প্রায় পাঁচশো কলেজে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে সম্প্রতি আদালতে জনস্বার্থ মামলা করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ঋষভ সাহা। আদালতের হস্তক্ষেপের আবেদন জানান মামলাকারী। এর প্রেক্ষিতে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে ছাত্রভোট করানোর নির্দেশ দেয় হাইকোর্ট। রাজ্য সরকারের কাছে হলফনামাও তলব করা হয়।  


মঙ্গলবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, স্থায়ী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত, রাজ্যের সব কলেজে আইনত ছাত্র সংসদ নির্বাচন অসম্ভব। রাজ্যপালের উপাচার্য নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা বিচারাধীন। সেটাও এই মুহূর্তে ছাত্র ভোট করাতে না পারার একটা কারণ। কলেজে ছাত্র ভোট নিয়ে রাজ্য সরকার অবস্থান স্পষ্ট করায়, হাইকোর্ট নির্দেশ দেয়,সুপ্রিম কোর্টে শুনানির পর, এই মামলা শোনা হবে। ২ সপ্তাহ পর মামলার শুনানি। ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে, মঞ্চ থেকে পুজোর পরই কলেজ-বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। 


তার আগে পঞ্চায়েত ভোটের পরই হবে ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাস শোনা গেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মুখে।এরপরই ছাত্র ভোট চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। এর প্রেক্ষিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করানোর নির্দেশ দেয় আদালত। অন্যদিকে, ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জানায়, রাজ্যের বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগে সর্ব্বোচ্চ আদালতই সার্চ কমিটি তৈরি করে দেবে।  এবার হাইকোর্টে ছাত্র-ভোট সংক্রান্ত মামলায়, সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার প্রসঙ্গ টেনে রাজ্য সরকার জানাল, স্থায়ী উপাচার্য নিয়োগ না হলে, ছাত্র সংসদ নির্বাচন করা সম্ভব নয়।