সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: জুট মিল (Jute Mill) ও কারখানা থেকেই ছড়াচ্ছে ডেঙ্গি (Dengue) সংক্রমণ, উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে এমনই দাবি করল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া (Bhatpara) পুরসভা। রবিবার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন ভাটপাড়ার পুরপ্রধান। ভয় ধরাচ্ছে ব্যারাকপুর ও কামারহাটি পুরসভার পরিস্থিতিও। ডেঙ্গি নিয়ে পরিস্থিতি নিয়ে, রবিবার বৈঠক করেন জেলাশাসক ও ব্যারাকপুরের পুলিশ কমিশনার (Barrackpore Police Commissionerate)। 

  


মূলত জুট মিল ও কারখানা থেকেই ছড়াচ্ছে ডেঙ্গি সংক্রমণ। বারবার বলা সত্ত্বেও, কোনও লাভ হচ্ছে না। ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতির জন্য এমনই দাবি করল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভা। কোথাও জমে জল। তো কোথাও ডাঁই করে রাখা আবর্জনার স্তূপ।                        


ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুন্নি সাউ বলেন, "সপ্তাহে একদিন এসে বলে জল জমাবেন না, ডেঙ্গি হবে। কিন্তু এখানে ড্রেনের জল জমে।" সূত্রের খবর, ভাটপাড়ায় গতবছর যেখানে ৬১ জন আক্রান্ত হয়েছিলেন ডেঙ্গিতে। এবার নভেম্বরেই সংখ্যাটা ২৭৪। এই পরিস্থিতিতে, রবিবার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন ভাটপাড়ার পুরপ্রধান। পুরপ্রধান অভিযোগ করেন, জুট মিল ও কারখানা থেকেই ডেঙ্গি ছড়াচ্ছে।                                       


আরও পড়ুন, তৃণমূল কাউন্সিলর আয়োজিত ইলিশ উৎসবে বিশৃঙ্খলা, ৫০০টাকার কুপন কেটেও পাতে পড়ল না রুপোলি শস্য


ব্যারাকপুরে গতবার আক্রান্তের সংখ্যা ছিল ২৪। এবার নভেম্বরেই সেই সংখ্যা ৩৩০। সেখানকার এনএন বাগচি রোডে দেখা গেল, আবাসনের পাশে জল জমে রয়েছে। জলে ভাসছে মশার লার্ভা। ডেঙ্গি নিয়ে উদ্বেগজনক পরিস্থিতিতে, রবিবার বৈঠক করেন জেলাশাসক ও পুলিশ কমিশনার।                                                                              


ভাটপাড়া, ব্যারাকপুরের মতো অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি কামারহাটিতেও। সেখানে চলতি বছরে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৬৩৯ জন। সেখানেও দেখা মিলেছে একইরকম উদ্বেগজনক ছবি। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী বলেন, "গ্রামাঞ্চলের চেয়ে শহরাঞ্চলে বাড়ছে। ডেঙ্গি সচেতনতায় ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ। নিজের এলাকায় প্রচার।" পাশাপাশি, বারাসাত ও বরানগরেও ভয় ধরাচ্ছে ডেঙ্গি পরিস্থিতি।