সন্দীপ সরকার, কলকাতা : রাজ্য জুড়ে ডেঙ্গি পরিস্থিতি (Dengue Affected) আরও ভয়াবহ। ৭ দিনে নতুন করে ৭ হাজার ৬৭০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট ৩৫ হাজার ৭৩৭ জন ডেঙ্গি আক্রান্ত। স্বাস্থ্য ভবনে সাপ্তাহিক ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখার বৈঠকের মাঝে উঠে এসে যে চাঞ্চল্যকর তথ্য। বেসরকারি মতে এখনও রাজ্য এখনও পর্যন্ত ৪২ জনের মৃত্যু (Dengue Death)। এদিকে, সরকারি মতে এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে ৩ জনের মৃত্যু।
রাজ্যের মধ্যে ডেঙ্গি পরিস্থিতি (Dengue Scare) সবথেকে খারাপ উত্তর ২৪ পরগনায়। কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতেও হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ২০ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্য জানাচ্ছে, শুধু উত্তর ২৪ পরগনাতেই ৮ হাজার ৫৩৫ জন ডেঙ্গি আক্রান্ত । কলকাতায় এখনও পর্যন্ত ৪ হাজার ৪২৭ জন ডেঙ্গি আক্রান্ত। পাশাপাশি মুর্শিদাবাদে এখনও পর্যন্ত ৪ হাজার ২৬৬ জন ডেঙ্গি আক্রান্ত। এদিকে, নদিয়ায় এখনও পর্যন্ত ৩ হাজার ৮৩ জন ডেঙ্গি আক্রান্ত। হুগলিতে এখনও পর্যন্ত ৩ হাজার ৮৩ জন ডেঙ্গি আক্রান্ত। এদিকে, ঝাড়গ্রামে এখনও পর্যন্ত ১ হাজার ৩৬৩ জন ডেঙ্গি আক্রান্ত। মালদায় এখনও পর্যন্ত ১ হাজার ৩৩৭ জন ডেঙ্গি আক্রান্ত। দঃ ২৪ পরগনায় ১ হাজার ২৭৬ জন ডেঙ্গি আক্রান্ত।
ডেঙ্গি নিয়ে রাজ্যজুড়ে বাড়তে থাকা উদ্বেগের মাঝেই উদ্বেগ আরও বাড়াল বিশেষজ্ঞদের আশঙ্কা। তাঁরা বলছেন, পুজোর সময় বাড়তে পারে ডেঙ্গির দাপট। নভেম্বর পর্যন্ত চলতে পারে ডেঙ্গির প্রকোপ। পতঙ্গবিদদের আশঙ্কা, শহরের থেকে বেশি শহরতলিতে ছড়াতে পারে ডেঙ্গি। তাঁদের আশঙ্কা যে একেবারেই অমূলক নয়, তার হাতেনাতে প্রমাণও মিলেছে পুরুলিয়া ও বাঁকুড়ার ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্য়ানে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পুরুলিয়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া শতাধিক। বাঁকুড়ায় সংখ্য়াটা তিনশোর বেশি। শুধুমাত্র বাঁকুড়া মেডিক্যাল কলেজেই ভর্তি রয়েছেন ২৪ জন।
এদিকে, পতঙ্গবিদরা পরামর্শ দিচ্ছেন, মশা মারতে ব্লিচিং বা গ্যামাক্সিন ছড়িয়ে লাভ হবে না, জমা জলের ওপর স্প্রে করতে হবে। কলকাতার চেয়েও, জেলার পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ সেখানে পরিচ্ছন্নতার অভাব আরও বেশি। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন- আইসিসিইউ-র বেড থেকে রক্ত বিক্রি ! সাগর দত্ত হাসপাতালে দালালরাজের অভিযোগ মদন মিত্রর
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন